আশা করি সবাই ভালো আছেন।ভবিষ্যতে যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য আজকের এই পোষ্টটি।কিছুদিন আগে একজন ফ্রিল্যান্সারের লাইফস্টাইল আপনাদেরকে বলেছিলাম।আজকে তার লেখা একটা বই রিভিউ করবো।বইটার নাম হলো ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয়।
এই বইয়ে ফ্রিল্যান্সারদের সব প্রশ্নের উত্তর রয়েছে।এবং এটি এ-ই বছর সব থেকে বেশি বিক্রি হয়েছে।তাতে তো আমরা বুঝতেই পারি মানুষের ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ অনেক বেড়ে গিয়েছে।তবে আগেই বলে নেই ফ্রিল্যান্সিং এর বই পড়ে কখনোই প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন না।প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে হাতে-কলমে কাজ শিক্ষতে হবে।এই বইটা শুধু আপনার ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ বাড়িয়ে তুলবে।এবং আপনার খুটি-নাটি যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এই বইয়ে পেয়ে যাবেন।অনেকের প্রশ্ন ফ্রিল্যান্সিং করে মাসে ইনকাম কত করা যায়,এবং ফ্রিল্যান্সিং এবং পড়াশোনা দুইটা একসাথে চালানো কি সম্ভব,এরকম জটিল প্রশ্নগুলোর সহজ সহজ উওর পেয়ে যাবেন। এই একটা বই রকমারিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।তাহলে তো বুঝতে পারছেন এই বইটি কতটা ভালো করে লিখেছেন তিনি।
আমাদের দেশে ফ্রিল্যান্সিং নিয়ে তেমন কোনো বই লেখা হয় নি তাই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এই বপিটা আপনার কিনলে অনেক ভালো হবে।এবার আমরা ফ্রিল্যান্সিং করে নিজের কাজের বস নিজেই হবো।
এই বইয়ে মার্কেটপ্লেস,কাজ শিখার উপায়,কিভাবে কাজ পেতে হয়,কি কি কাজ রয়েছে,বায়ারদের ইম্প্রেস করার কিছু টিপ্স,ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি কতটা জরুরি এইসব শত-শত প্রশ্নেের উত্তর পেয়ে যাবেন।তাই এই বইটা আপনি ১৯৫-২৩০ টাকার মধ্যে রকমারিতে গয়ে বিকাশে টাকা পাঠিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন।এখন লকডাউনে এই সার্ভিস বন্ধ রয়েছে।
এই বইয়ের মধ্যে একটা লাইন দেওয়া আছে যে, আর নয় নটা-পাচটা চাকরি এবার নিজের যোগ্যতায় অনলাইন থেকে ইনকাম করবো।ফ্রিল্যান্সিং করুন বেকারত্ব দূর করুন। তাই ফ্রিল্যান্সিং শেখার জন্য বইটা এখুনি কিনে ফেলুন।