‘সাফল্য’ কোন মরীচিকা নয়। সারাজীবন অধরা থেকে যাবে এমন কোন অসাধ্য বস্তুও নয়। তবুও কেনো মানুষ সাফল্যের জন্য হা-হুতাশ করতে থাকে?
এর কারন সফল ব্যক্তিরা বছরের শুরুতেই কিছু কাজ তাদের টু-ডো লিস্টে টুকে রাখে যার কারনে তারা সফল হয়।আমরা যেকোনো নতুন পরিবর্তন কিংবা যেকোনো চ্যালেঞ্জের প্রতি ইতিবাচক হয়ে দাঁড়াই, সাফল্যের পথটা আমাদের জন্য হয়ে উঠে আরো স্পষ্ট। তবে আজ জানা যাক কোন কাজ গুলো করলে আপনিও সফল ব্যক্তি হবেন।
১.সুর্নির্দিষ্ট লক্ষ্য তৈরি
লক্ষ্য মানুষকে সফল হতে সাহায্য করে। লক্ষ্য ছাড়া কোন ব্যক্তি সফল হতে পারে না। যেকোন বড় কিছু পেতে হলে আমাদের প্রথমে লক্ষ্য তৈরি করতে হবে। লক্ষ্য মানুষকে সফল হতে সাহায্য করে। সকল মানুষের লক্ষ্য আলাদা যারা তাই লক্ষ্যকে অটুটভাবে ধরে রাখতে হবে। বছর এর শুরুতে টু-ডু লিস্টে আপনার লক্ষ্যটা টুকে রাখতে পারেন।
"Push yourself, because no one else is going to do it for you."
।তাই নিজের লক্ষ্যটাকে নিজেরই বাস্তবায়ন করতে হবে।
২.সকাল সকাল ঘুম থেকে উঠা
পৃথিবীর সকল সফল মানুষরা খুব সকালে ঘুম থেকে উঠে।এর কারন হলো সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি ১০টা মানুষের থেকে তারা বেশি সময় পায় এবং কাজে সময় দিতে পারে। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে যেমন শরির সতেজ থাকে তেমনি কাজ করার সময়ও বেশি পাওয়া যায় এবং সকলের থেকে এগিয়ে থাকা যায় কাজে। ছাত্রদের সকাল সকাল ঘুম থেকে উঠা অনেক জরুরী কারন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এক গবেষণায় দেখেছেন, যারা সকাল করে ঘুম থেকে ওঠে, তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করে। ঘুমের মান ভালো হওয়া ও কাজের উৎপাদনশীলতার সঙ্গেও একে যুক্ত করা যায়।
“Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise.”
3.শরীর চর্চা
শরীর সুস্থ থাকলে সুস্থ থাকে মন এবং মন সুস্থ থাকলে সকল কাজে মনযোগ রাখা সম্ভব হয় তাই সকল মানুষেরই শরীর চর্চা করা দরকার।আপনি কাউকে ধূমপান করতে দেখলে আপনি হয়তো প্রশ্ন করেন, ‘নিজের শরীরের মারাত্মক ক্ষতির কথা জেনেও কেন এই বাজে অভ্যাস ধরে রেখেছেন?’ আবার কেউ শরীরচর্চা করে না শুনলে কি আপনি একই রকমের প্রতিক্রিয়া দেখান? কিন্তু আসলে আপনার সেটাই করা উচিত। কারণ, ব্যায়াম না করা ধূমপানের মতোই বিপজ্জনক।ধূমপান এড়িয়ে চলার (বা আসক্তি ছেড়ে দেওয়ার চেষ্টা) ব্যাপারে আমরা যেমন সচেতন, শরীরচর্চার ব্যাপারেও একই রকমের মনোযোগ ও গুরুত্ব জরুরি।
৪.ছক ধরে কাজ করা
প্রতিটি মানুষের সকাল এ ঘুম থেকে উঠে তাদের বিভিন্ন রকম কাজ থাকে এবং এ কাজ গুলো একটি লিস্ট বানিয়ে নিলে কাজ গুলো সহজ হয়ে যায় এবং কোন কাজ বাদ থাকে না। তেমনি বছরের শুরুতে একটি ছক তৈরি করলে সারাবছর সে ছক অনুযায়ী কাজ করলে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। ছক ছাড়া কাজ গুলো এলোমেলো হয়ে যায় যার ফলে আমরা অনেক কাজই প্রতিদিন এর কাজ থেকে বাদ হয়ে যায় তাই বছরের শুরুতে ছক তৈরি করলে আপনিও সফল হবেন।
৫.যে কাজটি আপনার জন্য না তা আপনি করবেন না
অনেক কাজ আছে যা আপনার সময় অপচয় করতে পারে ফলে কাজটি ত সঠিক ভাবে হয়ই না তার উপর সময় নষ্ট। যে কাজে আপনার সময় বেশি যাচ্ছে তা আপনি সাইডে রেখে প্রয়োজনীয় কাজগুলোকে আগে করুন এতে আপনি সফল হবেন।