সাধারন জ্ঞান
১. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক।
ভৌগােলিক অবস্থান
– বাংলাদেশের ভৌগােলিক অবস্থান
৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশে।
– ভৌগােলিকভাবে গুরুত্বপূর্ণ যে
কাল্পনিক রেখা বাংলাদেশের উপর
দিয়ে গিয়েছে— কর্কটক্রান্তি রেখা।
– বাংলাদেশের ‘কুয়েত সিটি’ নামে।
খ্যাত— খুলনা অঞ্চল।
– লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত – ||
আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে।।
– বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান বা দ্বীপ
ছেড়া দ্বীপ সেন্টমার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।
– ডুরান্ড লাইন হলাে— পাকিস্তান ও
আফগানিস্তানের মধ্যকার সীমারেখা।
২. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ :০২
– ক্ষুদ্রতম মহাদেশের নাম— ওশেনিয়া।
– পামির মালভূমি’ অবস্থিত মধ্য
এশিয়ায়; উচ্চতা ৪.৮১৩ মিটার।
“সেন্ট হেলেনা দ্বীপটি অবস্থিত
আটলান্টিক মহাসাগরে।
– কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত
তিব্বত মালভূমি।
– জাপানের রাজধানী টোকিও অবস্থিত হন দ্বীপে।
– সুয়েজ খালের দু’পাশে অবস্থিত
পাের্ট সৈয়দ ও সুয়েজ বন্দর।
– ইউরােপের উত্তরে অবস্থিত মহাসাগর
উত্তর মহাসাগর।।
– উত্তমাশা অন্তরীপ যে মহাদেশে অবস্থিত আফ্রিকা। |
– সাম৷ (ক মূল্যবােধ হলাে সামাজিক |
শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার,
শৃঙ্খলাবােধ, আতিথেয়তা ইত্যাদি।
সুশাসনের মূল লক্ষ্য আর্থ-সামাজিক ও |
রাজনৈতিক উন্নয়ন এবং জবাবদিহিমূলক।
শাসনব্যবস্থা কায়েম করা।
বর্তমান গণতান্ত্রিক স্বৈরশাসনমূলক
দেশগুলােতে যা তেমনভাবে লক্ষ করা।
যায় না— আইনের শাসন।
– জনগণের অংশগ্রহণ যে শাসনব্যবস্থার অন্যতম
বৈশিষ্ট্য-গণতান্ত্রিক শাসন ব্যবস্থার।
– Modern Moral Philosophy
গ্রন্থটির রচয়িতা—W. D. Hudson।