বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ৪২জন কম্পিউটার অপারেটর নিয়োগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ০৭-০৭-২০১৯ ইং তারিখে ৪৬. ০০. ০০০০. ০১৮. ০৪. ০০১. ১৭ – ২৩৪ এবং ০৮-০৭-২০১৯ ইং তারিখের ৪৬. ০০. ০০০০. ০১৮. ০৪. ০০১. ১৭- ২৩৪৫ নং স্মারকমূলে প্রদত্ত ছাড়পত্র মোতাবেক বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে “হিসাব সহকারী- কাম- কম্পিউটার অপারেটর” পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম : হিসাব সহকারী-  কাম – কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা – ৪২ (বিয়াল্লিশ) টি

বেতন স্কেল : ৯৩০০ – ২২৪৯০ /- টাকা (জাতীয় বেতন স্কেল, ২০১৫) (গ্রেড-১৬)

আবেদন করতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা – কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনূন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ – তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের জিপি – এ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ,

উক্ত পদে আবেদন এর জন্য অবশ্যই আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ভাষায় ২০ (বিশ) ও ইংরেজি তে ২০ (বিশ) শব্দ হতে হবে।

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরম এ অথবা বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে জেলা প্রশাসক, বাগেরহাট বরাবরে ইস্যুকৃত যে কোন তফসিলী বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০০/- (পাঁচশত) টাকর ব্যাংক ড্রাফট/ পে অর্ডার (অফেরৎযোগ্য) সযুক্ত করতে হবে। ট্রেজারী চালানা বা পোষ্টাল অর্ডার কোন ভাবেই গ্রহণযোগ্য নই। পূরনকৃত আবেদন ফরম ও উল্লেখিত সকল কাগজপত্রাদি আগামী ০৬-১০-২০১৯ ইং তারিখ থেকে ০৫-১১-২০১৯ ইং তারিখ অফিস চলাকালীন (ছুটির দিন ব্যতীত) ডাকযোগে জেলা প্রশাসক,  বাগেরহাট বরাবর পৌছাতে হবে। আবেদন কারীর বয়স ০৫-১১-২০১৯ তারিখে ১৮ হতে ৩০ (মুক্তিযোধ্যা কোটা ৩২) বছর হতে হবে। মহিরা প্রার্থী গণ যদি স্বামীর ঠিকানা ব্যবহার করে তবে সেক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ কাউন্সিলর / ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কর্তৃক  স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।

আবেদনপত্রের সাথে সকল সার্টিফিকেট এর ফটোকপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে পাঠাতে হবে। কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ প্রেরণ করতে হবে। ৯*৪ সাইজের ফেরত খাম ১০ টাকার ডাকটিকেট সহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষায় উর্ত্তীন্ন প্রাথীকে ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপিসেঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীগণ কম্পিউটার বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

চাকুরির বিষয়ে যে কোন ধরনের তদবির/ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডি এ প্রদান করা হবে না।

সোর্স

Related Posts