আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। হয়তো বিষয় টা অনেক এ জানে আবার অনেক এ জানে না। একটা ভুল হতে পারে আপনার সারাজীবন এর জন্য বোজা। ভাবছেন কেন বলছি। মনে করেন আপনার ব্যাংক এ ৫ লক টাকা আছে। হটাৎ চ্যাক করে দেখলেন ০ টাকা। নিয়মিত অনেক মানুষ শিকার হচ্ছে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার। তাই আজকে ব্যাংক হ্যাকিং হওয়ার সবচেয়ে প্রধান কিছু কারন গুলো নিয়ে আলোচনা করব।
ব্যাংক হ্যাকিং হওয়ার বিষয় টি সাধারণত ঘটে যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে। কিছু নির্দিষ্ট বিষয় এ একটু খেয়াল রাখলেই আপনি আপনার কষ্টে আয় করা টাকা গুলো সুরক্ষিত রাখতে পারবেন। আমি প্রথম এ কিছু সাধারণ বিষয় বলব সর্বশেষ বলব চমৎকার একটা বিষয়।
প্রথমত আপনি কঠিন একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড এ ওয়ার্ড, সংখ্যা এবং চিহ্ন ব্যবহার করবেন। মোবাইল এর কোন ফাইল বা কোন যায়গায় পাসওয়ার্ড রাখবেন না। প্রয়োজন হলে খাতায় লিখে নির্দিষ্ট স্থান এ রাখবেন। খাতায় লিখার সময় এমনভাবে লিখবেন যাতে আপনি বুঝতে পারেন এবং অন্য কেউ সহজে বুঝতে না পারে।
এরপর হচ্ছে আপনি অন্য কারও মোবাইল দিয়ে আপনার একাউন্ট এ লগ ইন করবেন না। কেউ কোন ওটিপি কোড চাইলে দিবেন না।রিমেম্বার পাসওয়ার্ড না করাই ভালো।
সর্বশেষ হচ্ছে অ্যাপ ব্যবহার করা। বেশিভাগ হ্যাকিং গুলো এভাবে হয়। হ্যাকার রা ক্লোন করে অ্যাপ তৈরি করে। ভুলেও যদি তাদের অ্যাপ দিয়ে লগ ইন করেন তাহলে আপনার সব তথ্য তাদের কাছে চলে যাবে। আপনার একাউন্ট খুব সহজে হ্যাক করতে পারবে।
আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। আপনি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন। সচেতন থাকলে কখনো আপনার কোন কিছু হ্যাক করতে পারবে না। বিষয় গুলো খেয়াল রাখবেন। পোস্ট টি কেমন হলো কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ সবাই কে। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্ট এ। আল্লাহ হাফেজ