Cheap price backlink from grathor: info@grathor.com

মাদকাসক্তি নামক ভাইরাসে দেশ আক্রান্ত।

আমাদের দেশে পুরুষ এর পাসাপাসি নারীও মাদকে আসক্ত হয়ে পড়ছে। নারীরা মাদক সেবনের ফলে পারিবারিক অসান্তি বেড়েই চলছে।

গত বছর হতে এই বছর মাদকাসক্ত নারীর সংখ্যা অনেক বেশি। জরিপ করে জানা গেছে গত তিন বছরে মাদকাসক্ত নারীর সংখ্যা প্রায় দিগুন।

সামাজিক অবক্ষয় ও ধর্মীয় অনুশাসন এর অভাবে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক সেবন করে এরা থেমে নেই। মাদক পাচার করছে এবং বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে।

বর্তমানে আকাশ পথেও মাদক চালান হচ্ছে।
বিশেষ করে ইয়াবা এর চালান হরহামেসায় বিমানবন্দর গুলাতে ধরা পড়ছে।

মানুষ জীবনের ঝুকি নিয়ে ইয়াবা চালান করতেছে। বেল্ট এর মাঝে, খেলনার ভিতরে, জুতার তলায় এমনকি পেটের ভিতরে করেও চালান করতেছে।

সরকার এদের বিরুধে নানা ব্যবস্থা নিলেও এর স্থায়ী কোন সমাধান এখনো হয় নি।

মাদক সেবন করায় তারা পরিবারে অসান্তি নিয়ে আসছে। অনেক পরিবার এ ভাংন হচ্ছে।
সংসারে অভাব দেখা দিচ্ছে। মাদক সেবনের ফলে তারা দেশের ক্ষতিও করছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিলেও তারা অপরাধে জরাচ্ছে।

পরিবারে ১৩-১৪ বছরের শিশুরাও মাদক সেবন করেছে। ফলে ভবিষ্যত প্রজন্ম হুমকির দিকে জাচ্ছে। এখনি এর স্থায়ী প্রতিকার প্রয়োজন। ছোটবেলায় তারা অপরাধে লিপ্ত হচ্ছে। পরিবারে অসান্তির জন্য তারা অপরাধে লিপ্ত হয়েছে।

পরিবার, সমাজ উভয়কে এগিয়ে আস্তে হবে তবেই এই কঠিন সমস্যার সমাধান সম্ভবপর হবে।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখা বাড়াতে হবে।

মাদক সেবনে তাদের মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকে।তারা নিজের ভালো খারাপ বুঝে না।
তাই মাদক কে না বলতে হবে & এর বিরুদ্ধে কাজ করতে হবে।জনসচেতনতা বারাতে হবে।

Related Posts

7 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply