আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুগন আশাকরি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন
আমি আপনাদের মাঝে অসাধারন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আর থাম্নেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের টিউন টি কি সম্পর্কে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
বিষয়: কম্পিউটার মাউস ফ্রিতে ব্যবহার করুন এন্ড্রয়েড ফোনে।
তো বন্ধুগণ মূল কাজে যাবার আগে আপনাদের কে কিছু কথা বলতে চাই। আমি নিজেও এ কম্পিউটার মাউস মোবাইলে ফ্রিতে ব্যবহার করার জন্য অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করা ট্রাই করেছি। আমি প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে এবং ডাউনলোড করে দেখেছি,
অনেক সুন্দর ভাবে থামনেল দেওয়া আছে কিন্তু ভিতরে গেলে সবই ফাঁকা আমি মনে হয় 100 টার বেশি এপ্স ব্যাবহার করেছি।
আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে আমি এন্ড্রয়েড মাউস দিয়ে কি করতাম? আসলে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল তো আমি যখন ইউটিউব চ্যানেলে কিছু আপলোড করতে যেতাম তখন আমার এটি লাগতো।
এরপর আমি যখন মোবাইল ঘাটাঘাটি করতে লাগলাম, তখন সেটিংস অপশনে আমি এই সেটিংস টি পেয়েছি।
মাউস আইকন আপনার ফোনে সেট করতে পারবেন আপনার কোন কম্পিউটার মাউস কিনতে হবে না বা কোন অ্যাপস ব্যবহার করতে হবে না আপনি জাস্ট একটু খালি ট্রাই করবেন এই সেটিংসটি আপনার মোবাইলে আছে কিনা।
প্রথমে আপনারা চলে আসবে আপনাদের ফোন স্ক্রিনে। স্ক্রিনে আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। সেটিংস এ চলে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি সেটিংস আছে তো আপনারা সেই সেটিংস এর উপরে ক্লিক করবেন।
ক্লিক করলেই দেখতে পাবেন Dexterity and interaction এই সেটিংস টি অনেকের মোবাইল ফোনে থাকে না, আর যাদের নেই তাহারা প্লেস্টর এ গিয়ে Dexterity and interaction লিখে খোজ করলে পেয়ে যাবেন, এরপর সেটাকে ডাউনলোড করে নিবেন
তারপর Dexterity and interaction এটার উপর ক্লিক করে দিবেন।
তারপর দেখতে পাবেন আরো অনেকগুলো অপশন শো করতেছে।
তো আপনারা Assistant menu একই ভাবে এটার উপর ক্লিক করবেন।
তারপর একেবারে উপরে ON এটা চালু করে নিবেন।
এরপর নিচে দেখতে পাবেন Assistant plus তো আপনারা একই ভাবে এটার উপর ও ক্লিক করে দিবেন।
এবার Back এ চলে আসুন দেখতে পাবেন ছোট গোল আকারের একটি আইকোন।
তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন।
দেবার পর একটি সেটিংস মেনু চলে আসবে। তো আপনারা যেটা করবেন Cursor এটাতে ক্লিক করে দিবেন।
এখানে আরো অনেক ফানশন আছে আপনারা চাইলে তা দেখতে পারেন।
লেখক: মুহাম্মাদ সজিব/Love.com