হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি টিপস যা দিয়ে আপনি আপনার ফোনে কেউ করল করলে মোবাইলে টাচস্ক্রীন এ টাচ না করে মাএ একটি বাটন ব্যাবহার করে কল নিমিষে কেটে দিতে পারবেন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ।আর এই প্রযুক্তির যুগ এ কি না অসম্ভব।এই প্রযুক্তির যুগে বহুল ব্যাবহৃত প্রযুক্তি হলো মোবাইল ফোন আর এই মোবাইল ফোনকে আরো আকর্ষণীয় করে তোলেছে নানা ধরনের এ্যাপ ও ওয়েবসাইট।তো আজকে আমরা কোনো এ্যাপ এর কথা বলব না আজকে আমরা দেখাব কীভাবে আপনি যেকোনো কল নিমিষে একটি বাটন ব্যাবহার করে যেকোনো কল কেটে দিতে পারবেন।তো এর জন্য আমরা দুইটি জিনিষ ব্যাবহার করব ১নম্বর হলো Setting ও ২নম্বর হলো মোবাইলের Call Dailer এ্যাপ।তো এই দুইটি এ্যাপ দিয়ে কীভাবে আপনারা টাচস্ক্রীন ব্যাবহার না করে বাটন ব্যাবহার করে কল কাটবেন তা জানতে নিচের টিপসটি ফলো করুনঃ
- পদ্ধতি-১ঃ
১.প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের Setting এ।সেখান থেকে আপনি Smart Assistance এ যাবেন।
২.তারপর Accessibility নামে একটি অপশন পাবেন সেই অপশনে ক্লিক করবেন।
৩.নিচে দেখতে পারবেন Power Button End Calls নামে একটি অপশন আছে।ঐ অপশনটি অন করে দিবেন এখন কাজ শেষ আর কী এবার কল আসলে পাওয়ার বাটন এ ক্লিক করলে কল কেটে যাবে।
- পদ্ধতি -২ঃ
১.প্রথমে আপনার মেবাইলে থাকা Dailer এ চলে যান।সেখান থেকে ৩ডট আইকনে ক্লিক করুন।তারপর Setting এ যান।
২.Setting এ গেলে দেখতে পাবেন যে Power Button End Calls নামে একটি অপশন আছে।ঐ অপশনটি অন করে দিবেন এখন কাজ শেষ আর কী এবার কল আসলে পাওয়ার বাটন এ ক্লিক করলে কল কেটে যাবে।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।