আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
কেমন আছেন সবাই..? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন..?? আজকে আমি আপনাদের সামনে খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই পিক শেয়ার করি। মেসেঞ্জার, ইমু সহ সব মাধ্যমে এ কাজগুলো করে থাকি। আচ্ছা কখনো কি আপনি আপনার পিক এর লিংক শেয়ার করেছেন। অনেক এ মনে করছেন পিক এর লিংক হবে কি করে। হ্যাঁ আজকে আমি আপনাদের কে আপনার গেলারির পিক এর লিংক তৈরি করা শিখাব।
এর জন্য আপনি আপনার মোবাইল এর Google drivi টি অপেন করবেন। সবার মোবাইল এই এটি আছে। অপেন করার + আইকন এ ক্লিক করবেন। 👇👇
আপনি + আইকন এ ক্লিক করার পর আপডেট এ ক্লিক করবেন। তারপর আপনি আপনার যে পিক এর লিংক তৈরি করতে চান ওটা ড্রাইভ এ আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে আপনি ওটা অপেন করবেন। আপনি যে পিকটা আপলোড করছেন ড্রাইভ থেকে অপেন করবেন। অপেন করলে উপরে একটা ৩ ডড আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন। আপনি কপি লিংক এ ক্লিক করবেন।👇👇👇
আপনি কপি লিংক এ ক্লিক করলে আপনার লিংক কপি হয়ে যাবে। এখন যদি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে তারা লিংক এ ক্লিক করলে আপনার পিক অপেন হবে। এভাবে আপনি শুধু পিক নয় যেকোনো অ্যাপ এর ও লিংক তৈরি করতে পারবেন।এর কিছু সুবিধা ও আছে আপনি এই লিংক যেকোনো যায়গায় শেয়ার করতে পারবেন। অনেক লিংক আছে ফেসবুক এ সাপোর্ট করে না। কিন্তু এই লিংক সব যায়গায় সপোর্ট করবে।
আশা করি পোস্ট টি সবার ভালো লাগছে। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন। পোস্ট এ যদি কোন ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। কথা হবে পরবর্তী পোস্ট এ। সে পযন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ