আজকে আমরা জানবো অ্যালোভেরা গুনাগুন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এর উপকারিতা সম্পর্কে চমৎকার চমৎকার তথ্য দিয়েছেন যা আমরা অনেকেই জানিনা ।
অ্যালো ভেরা হল এক ধরনের সাকিউলেন্ট। এর প্রতিটি পাতা মোটা, নরম কাঁটাযুক্ত। ভিতরে রয়েছে সাদাটে রঙের নরম তুলতুলে শাঁস। এই গাছ জন্মাতে পারে যেখানে সেখানে । বিশেষ যত্ন আত্তিরও প্রয়োজন নেই।
কোনও উদ্ভিদ বা পদার্থে যখন অনেক গুণ থাকে, তখন কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকে প্রকৃতির গভির রহস্য। অ্যালো ভেরাতেও তার ব্যতিক্রম নেই। বিজ্ঞান বলছে, এতে রয়েছে অনকগুলো গুণাগুণ। ফলে ত্বকের পরিচর্যা কিংবা ঘরোয়া টোটকায় স্বাস্থ্যরক্ষায় অ্যালো ভেরা ভীষণ উপযোগী।
অ্যালো ভেরা ত্বক পরিষ্কার করে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এই গাছ এমনিতেই রুক্ষ, শুষ্ক আবহাওয়াতেও তরতাজা থাকে। পাতায় সঞ্চিত থাকে জল, গাছের খাদ্য। পাতায় থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ত্বক ময়শ্চারাইজ় করে।
আবার এই গাছ ত্বক এক্সফোলিয়েট করে ত্বক মেরামতেও সাহায্য করে। এর শাঁস এমনিতেই ঠান্ডা হয়। ফলে ত্বকে আরাম হয়। অ্যালো ভেরায় আছে ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন। ফলে ত্বকের আর্দ্রতা বজায় রাখায় বলিরেখা পড়তে বাধা দেয়। তবে ত্বকের যত্ন নিতে অ্যালো ভেরা ব্যবহারের বেশ কিছু উপায় রয়েছে। সব ধরনের ত্বকে একই ভাবে এর ব্যবহার করা যায় না।
গ্লুকোমেনন নামে এক ধরনের অত্যন্ত উপকারী গ্রোথ হরমোন পাওয়া যায় অ্যালোয়। আগুন, সূর্যরশ্মি বা কোনও আঘাত থেকে ত্বকে ছ্যাঁকা, পোড়া বা জ্বলুনির মতো প্রদাহ শুরু হলে, তা কিছুক্ষণের মধ্যেই নিরাময় করতে পারে অ্যালো। ছোট কাটাছেঁড়ায় স্বাভাবিক ভাবেই এটি আরাম দেয়।
বছর কয়েক আগে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছিল যে, টম্যাটো ও আপেলের উপরে র গায়ে অ্যালো ভ্যরা জেলের হালকা পরত থাকলে কোনও ক্ষতিকর ব্যাকটিরিয়া আর জন্মাতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না। তাই কৃত্রিম পদার্থ দিয়ে সংরক্ষণ না করে ব্যবহার করা যায়।
অ্যালো ভ্যরায় থাকে ভিটামিন সি। তাই অ্যালো ভ্যরার জেল দিয়ে তৈরি মাউথক্লিনার দিয়ে কুলকুচি বা গারগেল করলে ব্যাকটিরিয়ার জন্মের ফলে দাঁতের উপরে যে হলদেটে, পিচ্ছিল ও দুর্গন্ধময় পর্দা তৈরি হয় তা দূরে থাকে। দাঁতের মাড়ি ফুলে গেলে তার যন্ত্রণা কমাতেও সাহায্য করে অ্যালো ভ্যরা ।
শরীরের বাইরের অংশে যত্ন হোক বা ভিতরের খেয়াল অ্যালো ভেরা দুইয়ের জন্যই আদর্শ। এছাড়া ও রূপচর্চায় ও সার্বিক সুস্থতায় অ্যালো ভেরা, যে কোন কাজে লাগাতে পারবেন।
আশা করি আজকে থেকে আপনারা অ্যালো ভ্যরার এত উপকারিতা দেখে নিশ্চয় এটি ব্যবহার করবেন। এবং আপনার আপন জনদের ও এর উপকারিতা সম্পর্কে অবহিত করবেন, ধন্যবাদ।