Cheap price backlink from grathor: info@grathor.com

রসায়ন এ্যাসাইনমেন্ট-২ প্রশ্ন ও নমুনা উত্তর (এসএসসি -২০২১ পরীক্ষার্থীদের)

আসসালামু আলাইকুম,

২০২১ সালের শিক্ষার্থী বন্ধুরা,,

আশা করি সবাই ভাল আছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য দেওয়া রসায়ন অ্যাসাইনমেন্ট নং ২ এর প্রশ্ন আপনাদের সুবিধার্থে একটি নমুনা উত্তর লিখে দিব।

এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য ৩২ টি অ্যাসাইনমেন্ট ১২ সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রথম তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট আগামী ৫ ই আগস্ট এর মধ্যে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

প্রশ্ন –  Li Be
Na Mg

মৌল চারটির ইলেকট্রন বিন্যাসের আলােকে পর্যায় সারণিতে
মৌলের অবস্থান, তুলনামূলক আয়নিকরণ শক্তি এবং
মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেনির বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদন।

তারিখঃ ২৭ জুলাই ২০২১
বরাবর
প্রবান শিক্ষক,
মডেল একাডেমী
মিরপুর, ঢাকা
বিষয়ঃ ইলেকট্রন বিন্যাসের আলােকে পর্যায় সারণিতে
মৌলের অবস্থান, তুলনামূলক আয়নিকরণ শক্তি এবং
মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেনির বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদন।

সূত্র / স্মারক নং: ম,এ. ২০২১-৯ তারিখ:২৭ জুলাই ২০২১
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার
আদেশ নং ম.এ.২০২১-৯ তারিখ:২৭ই জুলাই ২০২১ অনুসারে ” ইলেকট্রনাবিন্যাসের আলােকে পর্যায় সারনিতে
মৌলের অবস্থান, তুলনামূলক বা আয়নিকরণ শক্তি এবং
মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণির বৈশিষ্ট্য ”সম্পর্কির্ প্রতিবেদনটি
নিম্নে পেশ করছি ।

” ইলেকট্রনবিন্যান্সের আলােকে পর্যায় সারনিতে মৌলের
অবস্থান, তুলনামূলক আয়নিকরণ শক্তি এবং
মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণির বৈশিষ্ট্য ”

(গ)
তুলনামূলক আয়নিকরণ শক্তি ;

গ্যাসীয় অবস্থায় কোনাে মৌলের এক মােল গ্যাসীয়
পরমাণু থেকে
এক মােল ইলেকট্রন অপসারণ করে এক
মােল ধনাত্মক আয়নে পরিনত করতে যে শক্তির প্রয়োজন
হয়, তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে। আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের
বামের মৌলের পারমানবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের
মৌলের পারমানবিক ব্যাসার্ব কম। পারমানবিক ব্যাসার্ধ
কমলে আয়নিকরণ শক্তির মান বাড়ে এবং পারমানবিক
ব্যাসার্ধ বাড়লে আয়নিকরন শক্তির মান কমে।
‘ক’ হতে পাই,

লিথয়াম (Li) ও বেরিলিয়াম (Be) 2 নং এবং
সােডিয়াম (Na) ও ম্যাগনেসিয়াম (Mg) 3 নং পর্যায়ের অন্তর্ভুক্ত।

আবার, খ হতে পাই,

লিথিয়াম (Li) ও সােডিয়াম (Na) 1
নং এবং বেরিলিয়াম (Be) ও ম্যাগনেসিয়াম (Mg) 2 নং
গ্রুপের অন্তর্ভুক্ত ।

আবার একই পর্যায়ের বাম থেকে ডানে যায়
পারমাণবিক ব্যাসার্ব তত কমতে থাকে এবং যেকোনাে

আছে এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি ৬টি মৌলকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রানসিয়াম) ক্ষার ধাতু বলে

ক্ষার ধাতুর বৈশিষ্ট্য –

১/এই ধাতুগুলো খুবই সক্রিয়।
২/এরা আয়নিক বন্ধন গঠন করে।
৩/ এরা কক্ষতাপমাত্রায় বিক্রিয়া করে।
৪/ এরা নরম ও চকচকে হয়।
৫/এই ৬টি মৌলের প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার তৈরি করে।

মৃৎক্ষার ধাতু-
পর্যায় সারণিতে ২নং গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,স্ট্রনসিয়াম,বেরিয়াম এবং রেডিয়াম এই ৬ টি ধাতুকে মৃৎক্ষার ধাতু বলে।

মৃৎক্ষারর ধাতুর বৈশিষ্ট্য-

১/এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়।

২/এরা আয়নিক বন্ধন গঠন করে।
৩/এরা ক্ষারর তৈরি করে।

৪/ এদের হাইড্রোক্সাইড গুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।

প্রতিবেদন এর প্রকৃতি- প্রতিবেদনের শিরোনাম- প্রতিবেদন তৈরির সময়- প্রতিবেদন জমার তারিখ-
প্রতিবেদক এর স্বাক্ষর-

নমুনা উত্তরটি হুবুহু না লিখে এখান থেকে ধারণা নিয়ে লেখার অনুরোধ রইল।

ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।

Related Posts

12 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No