আমাদের সমাজে যে সব বিয়ে ভাঙ্গছে তার অধিকাংশ বিয়ে লাভ ম্যারেজ।
পরিবারের অমতে বিয়ে করে একদিন মেনে নিবে এই আশায় কিন্তু সেই একদিন আশার আগেই ডিভোর্স এর মতো নিকৃষ্ট কাজের রূপ নেই।
প্রত্যেকটি মানুষ তার ভালোবাসাকে নিয়ে হাজারো স্বপ্ন থাকে,
আর এই স্বপ্নকে পূরণের জন্য বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় কিছু ভালোলাগা আর কিছু স্বপ্ন পূরণের আশায়।
কিন্তু যখন বিপরীত পাশের মানুষটি ভালোবাসা মানুষটির স্বপ্ন পূরণের জন্য ব্যস্ত হয়ে,
ভালোবাসার মানুষ টিকে সময় দিতে পারেনা তখনই দেখা দেয় হাজার সমস্যা,হাজার অভিযোগ।
এই অভিযোগ এক সময় বিচ্ছেদের রূপ নেই।
আমি বলবনা অ্যারেঞ্জ ম্যারেজে কোনো অভিযোগ বা কোনো সমস্যা নেই, অ্যারেঞ্জ ম্যারেজেও হাজার সমস্যা হয় তবে সেক্ষেত্রে আমাদের পরিবারের সাপোর্ট থাকে অত্যধিক।
এই যেমন ধরেন, কোনো কারনে স্বামী স্থী ঝগড়া হলে পরিবার তাদের বুঝাবে,
ঝগড়া সবারই হয় তুমি মানিয়ে নেও, সারাজীবন সুখী হতে চাইলে এখন মানিয়ে নেও।
আর এইখানে যদি লাভ ম্যারেজ হয় তখন পরিবার বুঝাবে- “তোমার ভাগ্য তুমি পরিবর্তন করে নিছো, এর থেকে ভালো মানুষ তোমার যোগ্য ছিলো, এখন ভেবে কি হবে তোমার আগে বুঝা উচিত ছিলো এ রকম মানুষের সাথে কি করে সংসার করবে?”
তবে কি সব লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ এক?কেউ কেউ বলবে কই আমরা তো লাভ ম্যারেজ এখনো খুব সুখে আছি কোনো ঝামেলা নেই আমাদের মাঝে।
অথবা কেউ বলবে আমর তো এরেন্জ ম্যারেজ ছিলো তবে কেনো বিচ্ছেদ হলো?
তবে সেখানে আমি বলব সবই নিজের মন মানসিকতা। কোনো সম্পর্ক মনে না ধরলে একদিন দুইদিন মানিয়ে নিলেও সারা জীবন সেখানে সংসার করা যায় না, তবে এক্ষেত্রে আমাদের বড়দের সাপোর্ট দরকার।
সমস্যা সবার জীবনেই আসে সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ।
আমাদের উচিত বিপরীত পাশের মানুষটিকে বোঝা তাকে সময় দেওয়া তাহলেই পূর্ণতা পাবে প্রত্যেকটি সম্পর্কের।