আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আজকে আমি আপনাদের জানাব একটি আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবার কথা।
করোনাভাইরাসের আক্রমণে পুরো পৃথিবী পর্যুদস্ত।লাশের পর লাশের স্তূপ পড়েই চলেছে।এই পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ মারা পড়েছে এই ভাইরাসের হাতে।বাদ যায়নি ক্রিকেটবিশ্বও।করোনাভাইরাস সংক্রমণ পুরো বিশ্বে যখন থেকে শুরু হল,তখন থেকেই একের পর এক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এর সংক্রমণ থেকে বাঁচার জন্য স্হগিত হতে লাগল।এই ভাইরাসের প্রভাব থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জও।তবে সেখানে এখন গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট দ্বীপপুঞ্জে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।এই ক্রিকেট টুর্নামেন্টে সুনীল অ্যামব্রিস,ওভেড ম্যাকয়,কেসরিক উইলিয়ামসের মতো উইন্ডিজ ক্রিকেট তারকাও অংশ নিচ্ছেন।এর ফলে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের বন্ধের পর আবার ক্রিকেট চালু হলো।করোনাভাইরাস সংক্রমণে আসলেও গ্রেননাডা এবং সেন্ট ভিনসেন্ট দ্বীপপুঞ্জ মিলিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে মাত্র ১৮ জন,যার মধ্যে ১০ জনই সুস্হ,কোনো মৃত্যুও হয়নি সেখানে।ফলে স্টেডিয়ামে দর্শক আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেয়নি গ্রেনাইডাইন এবং সেন্ট ভিনসেন্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।তাই প্রতিটা ম্যাচ দর্শকপূর্ণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।১০ ওভার ফরম্যাটের ক্রিকেটে দশদিনব্যাপী টুর্নামেন্টে মোট বাহাত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে।এগুলো হলো-
১।বোটানিক গার্ডেন রেঞ্জারস
২।ডার্ক ভিউ এক্সপ্লোরার্স
৩।ফোর্ট চার্লোট স্ট্রাইকারস
৪।গ্রেনাডিয়ান ডাইভারস
৫।লা সোফ্রিরিয়ে হাইকারস
৬।সল্ট পন্ড ব্রেকার্স
প্রতিটা ম্যাচ আর্নোস ভ্যালে স্টেডিয়াম,সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হচ্ছে।এই সম্পর্কে টুর্নামেন্টের আয়োজকরা জানায়,করোনা সংক্রমণ ঝুঁকি না থাকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।ফলে প্রতিটা ম্যাচই আকর্ষণীয় হবে।কেননা দশ ওভারের ক্রিকেটে প্রতিটা ম্যাচ স্বল্পদৈর্ঘ্যের হওয়ায় টানটান উত্তেজনা ও লড়াইয়ে ম্যাচ শেষ হবে।তাই এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে আশা করা যায়।
টুর্নামেন্টে প্রতিদিন তিনটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে।প্রতিটা ম্যাচে অনুষ্ঠিত সময়ের দুঘন্টা ব্যবধান থাকবে।প্রথমদিনই প্রতিটা ম্যাচ বিপুল দর্শক নিয়ে টানটান উত্তেজনায় শেষ হয়েছে।এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ক্রিকেট পুনরায় তার প্রাণচাঞ্চল্য ফিরে পাবে এটাই আশা।
বন্ধুরা,আমার পোস্টটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।