হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়। প্রতিবারের মতো আজকেও আমি নতুন একটি আবার আর্টিকেল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি।
আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা নিয়মিত আমার আর্টিকেলগুলো পড়ে থাকে তাদের কিছুটা হলেও এই আর্টিকেলটি পড়ে নিজেদের উপকারে আসবে। তো বন্ধুরা আজকের আর্টিকেলটি হলো সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা উচিত নয়…..
নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলছি। হ্যাঁ.. বর্তমান সময়ের আমাদের প্রজন্মের একটা সবচেয়ে বড় সমস্যা হলে যা আমরা সকলেই জানি তা হলো আমরা কথায় কথায় মিথ্যা বলে থাকি। যদিও বলার সময় আমরা জানি আমরা মিথ্যা বলে চলেছি কিন্তু তাও আমরা মিথ্যাকে এড়াতে পারি না। সে যেন আমাদের আঁকড়ে ধরে থাকে। কিন্তু আমরা যদি একটিবার ভেবে থাকি, তাহলে কি দৈনন্দিন জীবনে তা ঠিক করছি?.. অবশ্যই না। তাহলে আমরা মিথ্যা বলছি কেন?
আমরা যদি একবার মানব সভ্যতার শুরুর দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব তখন কিন্তু মানুষ মিথ্যা বলত না। তাহলে আমরা বলছি কেন…. এটা কি আমাদের বলতেই হবে। মিথ্যা না বললে কি পেটের ভাত হজম হয় না… না.. আমি মিথ্যা বলা দিয়ে কাউকে দোষারোপ করছি না। পৃথিবীতে এমন কেউ নেই যে বর্তমানে জীবনে কখনো মিথ্যা বলে নি। আসলে মিথ্যা বলাটা এখান মানুষর এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু এটা অভ্যাস বলা চলে না, এটি বর্তমান প্রজন্মে যেন জেনিটিক্যালি প্রজন্মব্যাপী হয়ে আসছে।
কিন্তু মিথ্যা আমরা কখন বলতে পারি.. যখন আমরা বন্ধু-বান্ধবদের সাথে মজা করব তখন। কিন্তু অনেকে আছে যারা মিথ্যা বলে অন্যের ক্ষতি করে… অন্যের কি হলো না হলো তা নিয়ে ভাবে না। আমি আজকে এ বিষয়ে এজন্যই লিখছি কারণ গত পরশু আমি বিকাশের দোকানে ক্যাশ আউট করতে গিয়ে দেখলাম পাশের দোকানে একটি ছেলে একজন লোককে জিজ্ঞাসা করল যে, আলিসান মোড় কোন দিক?… লোকটি বলল সোজা গিয়ে বায়ে। অথচ আলিসান মোড়সোজা গিয়ে ডানে। দেখছেন মানুষের কতটা অধপতন হয়েছে। নিশ্চয়ই ছেলেটির হয়তো কোনো জরুরি ছিল..
তবে আমাদের ধর্মে কি বলা হয়ে থাকে যে সদা সত্য কথা বলিবে। কিন্তু কতজনই-বা আমরা সদা সত্য কথা বলি… আর আমাদের ধর্মে আরেকটা কথা বলা হয় যে সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা উচিত নয়… তাই কোনকিছু বলার আগে অবশ্যই আমাদের সবকিছু ভেবে বলা দরকার… যাই হোক মিথ্যা বলে কারো ক্ষতি হোক এটা যেন আমাদের স্বভাব না হয়।
আর সব সময় মনে রাখা দরকার যে সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সামনে নতুন আর্টিকেল নিয়ে যেন আবার আপনাদের সামনে হাজির হতে ওারি তার জন্য দোয়া রাখবেন।