ইসলামের দৃষ্টিতে রিলেশনশিপ মানে কি??

আসসালামু আলাইকুম..কেমন আছেন আপনারা সবাই…
আজকে আমরা ইসলামি রিলেশন নিয়ে কথা বলবো…

মহান আল্লাহ পাক সবার জন্যই কাউকে না কাউকে সিলেক্ট করে রেখেছেন..কিন্তু তার পরে ও আমরা প্রেম ভালোবাসার ছড়াছড়ি এসব নিয়ে তর্কবিতর্ক করেই থাকি..

~একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো..আপনার মনে কারো জন্য প্রেম ভালোবাসা কি সত্যিই ভুল?কারো জন্য অনুভূতি তৈরি হওয়াটা কি অপরাধ??
আদম হাওয়ার সময় থেকেই এই পবিএ জিনিসটির উদ্ভব হয়েছে.
সেই সাথে সৃষ্টি হয়েছে বিয়ে নামক সামাজিক বন্ধন..দুজন ছেলে মেয়ে মনের আবেগ গুলোকে সম্মান জানানোর জন্য বিয়ে নামক পবিত্র বন্ধনে তাদেরকে আবদ্ধ করা হয়…
আর এই বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার মালিক একমাএ আল্লাহ..

~এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে??
আমি তাকে লাভ ভালোবাসা সবই তো করলাম..যদি আল্লাহ আমার কপালে তাকে না রাখে..
এর জন্য এই আয়াতটি আপনার জন্য……

~দুশ্চরিএা নারী দুশ্চরিএ পুরুষের জন্য এবং দুশ্চরিএ পুরুষ দুশ্চরিএা নারীর জন্য (উপযুক্ত) একইভাবে সচ্চরিএা নারী সচ্চরিএ পুরুষের জন্য এবং সচ্চরিএ পুরুষ সচ্চরিএা নারীর জন্য (উপযুক্ত).. তাদের সম্পর্কে দুশ্চরিএ লোকেরা যা বলে,তা থেকে তারা পবিএ..
তাদের জন্য আছে ক্ষমা ও সম্মান জনক জীবিকা(২৪;২৬)

~আমি বলবো সে আপনার জন্য অথবা আপনি তার জন্য পার্ফেক্ট ছিলেন না..
তাই আল্লাহ পাক তার ভালোর জন্য অথবা আপনার ভালোর জন্য তাকে আপনার হাতে তুলে দেন নি..

আল্লাহ সবার জন্যই কাউকে না কাউকে পাঠিয়ে দেন.
তাকে যথাযথ সম্মান করতে শিখুন..তার হাতটি ধরার আগে আপনার নিজের হাত দিয়ে সেই আল্লাহ পাকের কাছে তাকে চাইতে হবে..বিয়ের আগেই সেই মেয়েকে ছেলেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে…যাকে চান তাকে বুঝতে হবে…
তার চাওয়া পাওয়া গুলোর মূল্য দিতে হবে..পজিটিভ চিন্তা করতে শিখুন..যদি সফল না হোন এমন ভাবনা করা থেকে দূরে থাকুন..
ধৈর্য ধরে থাকুন..নিশ্চই আল্লাহ আপনার ভালো করবেন।

যারা ইসলামি অনুযায়ী রিলেশন করেছেন তারা নিজে পরহেজগার হোন..এবং তাকে ও তৈরি করুন..
আর আল্লাহর কাছে দোয়া করুন..কে বলতে পারে আল্লাহ হয়তো আপনাদের ছোট ছোট গুনাহ গুলোকে মাফ করে দিতে পারেন…
আপনাকে হয়তো তাকে নিয়ে একসাথে নামাজ পরার সুযোগ করে দিতে পারেন..
ভুল বুঝবেন না..সকল ছেলে তার পছন্দের মানুষকে বিছানায় পেতে চায় না..কিছু ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে আল্লাহর দরবারে সেজদা করার স্বপ্ন দেখে..
তাকে নিয়ে সারা জীবন আল্লাহর পথে চলতে চায়..
জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথে কাটাতে চায়..

Related Posts

21 Comments

মন্তব্য করুন