আসসালামুওয়ালাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে কথা বলব সিবিএস ব্রেকিং সিস্টেম নিয়ে। কি এই সিবিএস ব্রেকিং সিস্টেম? কি এর সুবিধা কি এর অসুবিধা!!
তো চলুন বন্ধুরা শুরু করা যাকঃ
CBS -combination BRAKING SYSTEM.
অর্থাৎ সম্মিলিত ব্রেকিং সিস্টেম। এর অর্থ হচ্ছে আপনি বাইকের একটি ব্রেকে প্রেশার ক্রিয়েট করবেন আর বাইকের দুইটা চাকাই ব্রেক হবে।
ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেক একই সাথে ব্রেক হবে অনেকে বাইক টা হাইয়েস্ট ব্রেক থেকে লোয়েস্ট ব্রেকে আনতে আমরা বাইকটার ক্লাস চেপে বাইকের গতি কমিয়ে ফ্রন্ট হুইল এবং রেয়ার হুইল একই সাথে ব্রেক করি। এতে গাড়ি টি স্লো হয়।
কিন্তু সিবিএস বা কম্বিনেশন ব্রেকিং সিস্টেম যা করবে তা হলো যখন আপনি একটা ব্রেকিং সিস্টেমে প্রেশার দেবেন তখন দুইটা চাকাই একই সাথে ব্রেক হবে।
তো এখন জানবো সিবিএস এর সুবিধা এবং অসুবিধা গুলোঃ-
সুবিধাঃসিবিএস এর সুবিধার মধ্যে রয়েছে আপনি যখন মেইন রোডে গাড়ি অনেক স্পিডে চালাবেন তখন খুব দ্রুত গাড়ির স্পিড কমিয়ে আনতে সাহাজ্য করবে।
দুইটা ব্রেক এক সাথে ব্যাবহার করার ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন নতুন বাইকার দের জন্য এটি খুব সুবিধাজনক।
দ্রুত গাড়িকে থামাতে সাহায্য করবে।
উদাহরণস্বরুপঃ আমরা বলতে পারি যেযে যদি গাড়ি ৬০ কিলো/ঘন্টায় চলছে সেই গাড়িটি যদি ৬০ থেকে ০ কিলো নিয়ে আসতে চান তাহলে আপনার ১৫ থেকে ২০ মিটার জায়গার দরকার হবে। সেক্ষেত্রে সিবিএস কি করবে আপনার যদি ম্যানুয়ালি ১৫ মিটার জায়গা লাগে সিবিএস তা করবে ৯ মিটারে।
অসুবিধাঃ সিবিএস ব্রেকিং সিস্টেমে কিন্তু হাতে ব্রেক নয় পায়ের ব্রেক প্রেস করলেই মাত্র সিবিএস ব্রেকটা কাজ করবে।
সেক্ষেত্রে হয় কি আপনি পিছনের ব্রেক কক্ষনোই সিঙ্গেল ভাবে ব্রেক করতে পারবেন না।
যারা বাইক স্টান্ট করেন তাদের জন্য সিবিএস পার্ফেক্ট নয়। অর্থাৎ তারা কিন্তু কক্ষনোই রেয়ার হুইল স্লিপ করাতে পারবেন না এই সিস্টেমে।
অনেক রকম স্টান্ট আছে যা আপনারা সিবিএস ব্রেকিং সিস্টেমে করতে পারবেন না।
অপরোডিং, কর্নারিং করার জন্য সিবিএস উপযুক্ত নয়।
যারা বাইক চানানোয় এক্সপার্ট তাদের জন্য কক্ষনোই সিবিএস ব্রেকিং সিস্টেম ভালো নয়।
তো বন্ধুরা এই ছিল সিবিএস ব্রেকিং সিস্টেম তার সুবিধা এবং অসুবিধা সমুহ।
আশা করি আপনাদের ধারনা ক্লিয়ার হয়েছে এবং ভালো হয়েছে।
ধন্যবাদ বন্ধুরা😊