বন্ধুরা আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত কি বা কেন করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত জানবো।
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সম্পর্কে নিশ্চই নতুন করে বলার কিছু নেই। আজ ডিজিটাল মার্কেটিং এর দ্বারা নানান বড় বড় কোম্পানি তাদের বিজনেসকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে। আরে Digital Marketing এর একটি কার্যকরী ভাগ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তবে আমরা অনেকেই এই Social Media Marketing এর বিষয়ে তেমন ভালোমত জানি না।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? (What is Social Media Marketing?)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল এমন এক ধরনের টেকনিক যেখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কে ব্যবহার করে পণ্য বা সার্ভিস এর মার্কেটিং এর কাজ সম্পন্ন করা হয়ে থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এর সাথে আমরা পরিচিত। যেমন; Facebook, Instagram, Twitter ইত্যাদি জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আজ এইসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে হাজার হাজার মানুষ প্রচুর সময় ব্যয় করে সক্রিয় থাকছে।
কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে বিনোদনের জন্য, কেউ ব্যবহার করছে যোগাযোগের মাধ্যম হিসেবে, কিংবা কেউ তাদের বিজনেসের সুবিধার্থে ব্যবহার করে থাকছে এ ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোকে। তাহলে সহজ ভাষায় আপনি যখন এ ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে আপনার মার্কেটিং এর কাজ সম্পাদন করবেন তখন সেটিকে বলা যাবে Social Media Marketing.
Social Media Marketing কেনো করবেন ?
বর্তমান সময়ে অনেক ধরনের মার্কেটিং টেকনিক রয়েছে। তাহলে নিশ্চই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কেনো আপনি অন্যান্য মার্কেটিং না করে Social Media Marketing Technic অবলম্বন করবেন। চলুন এই বিষয়ে নিচে ভালোমতো জানা যাকঃ
যেকোনো পণ্য বা সার্ভিস প্রমোশন
যদি আপনার কোন ধরনের ব্যবসা থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার সে ব্যবসায়িক পণ্য বা সেবার প্রচার এই Social Media দ্বারা করতে পারেন। এটি খুবই শক্তিশালী মার্কেটিং টেকনিক।
কেননা আজ আপনি Social Networks গুলোর দিকে নজর দিলে দেখবেন প্রচুর মানুষ একানে সক্রিয় থাকছে। সেক্ষেত্রে আপনি সহজে আপনার পণ্য বা সার্ভিস তাদের সামনে প্রচার করতে পারবেন।
আপনি চাইলে একটি ফেসবুক গ্রুপ কিংবা পেজ, অথবা ইনস্টাগ্রাম বা টুইটার এর মত প্লাটফর্মে আপনার কোম্পানীর নামে অ্যাকাউন্ট তৈরি করে সেগুলোতে আপনার পণ্য বা সেবার প্রচার করতে পারবেন।
টার্গেট কাস্টমার খুঁজে পাবেন
Social Media তে বিভিন্ন ক্যাটাগরির লোক সক্রিয় থাকাতে সহজে টার্গেট কাস্টমার খুঁজে পাওয়া সম্ভব হয়। আর বিজনেস এর জন্য টার্গেট ক্রেতা বা অডিয়েন্স খুঁজে নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে SMM প্রক্রিয়া আপনাকে সাহায্য করবে।
কম খরচে মার্কেটিং কাজ সম্পন্ন
Social Media platform তে আপনার বিজনেস এর মার্কেটিং কাজ সম্পন্ন করতে আপনাকে তেমন বেশি অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না। কেননা Social Media তে একাউন্ট তৈরি করতে টাকার প্রয়োজন নেই।
আপনি চাইলে ফ্রীতে বিভিন্ন Social Networks এ একাউন্ট তৈরি করার মাধ্যমে আপনার পণ্য বা সেবার মার্কেটিং করতে পারেন, তবে যদি কম সময়ে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বহু মানুষের সামনে আনতে চান সেক্ষেত্রে আপনাকে Paid Advertising করতে হবে। এই প্রক্রিয়াটি কিছু অর্থ ব্যয় করার মাধ্যমে আপনি আপনার বিজনেস এর প্রমোশন করতে পারবেন।
ব্র্যান্ড বা কোম্পানি গ্রো করতে পারবেন সহজে
Social Media তে সহজে আপনি নিজের কোম্পানি বা ব্র্যান্ড এর নাম বড় করতে পারবেন। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে আপনার ব্র্যান্ড বা কোম্পানি আপনি বহু লোকের কাছে পরিচিত করতে সক্ষম হবেন।
তাহলে নিশ্চই বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কতটা শক্তিশালী মার্কেটিং টেকনিক। তাই আপনার ব্যবসা দ্রুত গ্রো করতে আপনি এই মার্কেটিং টেকনিক অবলম্বন করতে পারেন।