আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই ?আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের এমন একটি টিপস যা আপনার অনেকেই জানেন না বা আগে কখনো শোনেননি।বন্ধুরা অনেক সময় এরকম হয় যে আপনি অনলাইনে আছেন এবং আপনি আপনি কাউকে জানাতে চাচ্ছেন না যে আপনি অনলাইনে আছেন ।তাই এক্ষেত্রে আপনি কি করেন? আপনি সাধারনত আপনার অ্যাক্টিভ স্টেটাস অফ করে রাখেন। তো বন্ধুরা এই রকম অবস্থায় যদি আপনি কারো সাথে মেসেজ করতে না চান তাহলে সে কিন্তু আপনাকে অনলাইনে দেখতে পাবেন না।তোর ধরুন আপনি আপনার একটি ফ্রেন্ড এর সাথে মেসেজ করতে চাচ্ছেন না সে আপনাকে একটি ম্যাসেজ দিয়েছে আপনি তার মেসেজটি সিন করেননি এবং আপনার অ্যাক্টিভ স্টেটাস অফ আছেতাহলে সে আপনাকে অনলাইনে দেখতে পাবে না তবে আপনার কনভারসেশন এসে ডাবল টিক দেখতে পাবে যে আপনার কাছে মেসেজটি ডেলিভারি হয়েছে। এবার ধরুন আপনি ভুল করে আপনার বন্ধুকে ম্যাসেজ সিন করে ফেললেন তখন কিন্তু সে আপনার কনভার্সেশনে ডাবল টিক এর সাথে ব্লু টিক দেখতে পাবে।সে ক্ষেত্রে আপনার বন্ধু ঠিকই বুঝে যাবে যে আপনি অনলাইনে আছেন অথচ তার ম্যাসেজ সীন করছেন না। তো এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য হোয়াটসঅ্যাপের একটি দারুন ফিচারস আছে। সে ক্ষেত্রে আপনার বন্ধুর মেসেজটি আপনি সিন করলেও সে ব্লুটুথ দেখতে পারবে না। সে শুধু ডাবল টিক দেখতে পাবে।তো এই সেটিংস টি করার জন্য আপনাকে প্রথমেই কেডি করতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং অ্যাপটি ঠিক উপরে ডানদিকে থ্রি ডটএকটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে আপনার সামনে অনেকগুলো সেটিংস চলে আসবে তার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে প্রাইভেসি নামক অপশনে। এরপর আপনি দেখতে পারবেন রিড রিসিপ্ট নামে একটি অপশন।আপনাকে যদি করতে হবে সে অপশনটি অফ করে দিতে হবে এটা করে কি হবে যে আপনি যদি তারা আপনার বন্ধুটির মেসেজ সিন করেন তবু তার কাছে নোটিফিকেশন যাবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন। অর্থাৎ আপনার বন্ধুটি কনভার্সেশনে ব্লু টিক দেখতে পারবেনা। তো বন্ধুরা আমার লিখাটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারী মনে হয় আমার লিখাটি তাহলে আমার লেখা সার্থক হবে ।ধন্যবাদ।
Related Posts
আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আল্লার রহমতে আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালটি আমার প্রথম টিউটোরিয়াল তাই…
অট্টো নামটি হতে হয়তো আমরা অনেকেই পরিচিত নই। এটি বর্তমান সময়ের একটি অসাধারণ ম্যালওয়্যার আপনার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল এবং…
স্মার্টফোন আমাদের কাছে অতি প্রয়োজনীয় একটি বস্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে। স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বিংশ শতাব্দীর প্রথম দিক…
স্মার্ট ফোন ব্যবহার করে গুগল ড্রাইভ থেকে গুগোল ডকুমেন্ট ফাইল কে পিডিএফ ফাইলে রুপান্তর করুন খুব সহজেই
বর্তমানে আমরা আমাদের স্মার্ট ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজ সম্পাদন করে থাকি। টাইপিং করা ও বর্তমানে স্মার্টফোনে সাহায্যে…
গুগোল আমাদের নিকট অতি প্রয়োজনীয় একটি নাম। এটি শুধু সার্চ ইঞ্জিন হিসেবে আমাদের কাছে পরিচিত নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের…
8 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
good
nice
Thanks
নাইচ লিখেছেন
thik bolechen
❤️
gd
.