আসসালামু আলাইকুম, grathor.com এ স্বাগতম! আপনি কি ২০২১ সালের ৯ম শ্রেণির ব্যবসায় উদ্যেগ এ্যাসাইনমেন্ট প্রশ্ন খুজছেন? এই পোস্ট এ ৯ম শ্রেণির ৭ম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও একটি নমুনা উত্তর আপনাদের সুবিধার্থে লিখে দিবো। এক নজরে দেখে নেওয়া যাক প্রশ্ন টি-
এসাইনমেন্ট প্রশ্ন-
‘ ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায় পরিবেশ’ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
সংকেত-
সূচনা, ব্যবসায় পরিবেশের ধারনা, ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ,সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, উপসংহার
উত্তর-
২০জুন,২০২১
বরাবর
প্রধান শিক্ষক
মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়
ঢাকা
বিষয়-‘ ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায় পরিবেশ’ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন।
জনাব, বিনীত নিবেদন এই আপনার আদেশ অনুসারে উপরোক্ত বিষয়ে আমার একটি প্রতিবেন নিম্ন এ পেশ করলাম।
সূচনা- সব সময়ে যেসব উপাদান ও অবস্থা ব্যবসায় কার্যবলীকে প্রস্তাবিত করে তাদের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। সবচেয়ে প্রস্তাব বিস্তারকারী প্রাকৃতিক ও ও অপ্রাকৃতিক উপাদানগুলো সম্বন্বয়ে ব্যবসায় পরিবেশ গঠিত হয়। যেসব অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করে ব্যক্তি-প্রতিষ্ঠানের তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতায় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
ব্যবসায় পরিবেশ এর ধারণা-
পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়।
পরিবেশ হলাে কোনাে অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন
সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি,
জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যে সব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলি,
উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরােক্ষভাবে প্রভাবিত হয় সেগুলাের সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে।
কোনাে স্থানের ব্যবসায়-ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর।
ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ:
প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসায় স্থাপনের
জন্য অনুকুল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত। ছােট বড় মিলিয়ে
এদেশে মােট প্রায় ২৩০ টি নদী রয়েছে। ফলে। সহজেই এখানে কৃষিজাত
বিভিন্ন শিল্প ও ভােগ্য পণ্যের কাচামাল। উৎপন্ন করা সম্ভব। অন্যদিকে নদী
পথে ব্যবসায়িক পণ্য পরিবহন। ও খরচ কম হয়। তবে দিন দিন অনেক
নদী শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে অনেক নদীতে চর পড়ে নদী পথ বাধাগ্রস্থ
হচ্ছে। ব্যবসায়। বা শিল্প স্থাপনের প্রয়ােজনীয় প্রাকৃতিক গ্যাস এদেশে
বিদ্যমান।
সামাজিক পরিবেশঃ
এদেশের মানুষ জাতিগত ও ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে উদার,
পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে, মসলিন কাপড়
উৎপাদন করে, এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর
রেখেছেন। সােনারগাঁও এক সময় ব্যবসায়, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য,
সাংস্কৃতিক শিল্পে, কারু শিল্পে ছিল বিশ্ব সেরা। বর্তমানেওজামদানী শাড়ী
তৈরি, জাহাজ নির্মাণ, বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। তবে
বাংলাদেশের বর্তমান শিক্ষা। ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে
অর্থনৈতিক পরিবেশ :
বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলাের কয়েকটির ভিত্তি বেশ মজবুত
হলেও অনেক গুলাের ভিত্তি তেমন সুদৃঢ় হয়। চাহিদার তুলনায়
প্রয়ােজনীয় মূলধনের অভাব, গ্রামীন জনগনের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির
ক্ষেত্র শহরের তুলনায় কম। প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লােকদের
হয়রানি, দ্রব্যমূলের উধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে
বাংলাদেশ ব্যবসায় বিকাশের আরও দ্রুত অগ্রসর হতে পারবে। এর জন্য
প্রয়ােজন গ্রামে গঞ্জে ব্যাংকিং ঋণ সুবিধা পৌছে দেওয়া এবং সহজ করা।
উপসংহার- উপরিউক্ত আলোচনা অনুকূলে থাকলে ব্যবসায় পরিবেশের উন্নয়ন ঘটে। আবার উপরোক্ত পরিবেশের উপাদান সমূহ প্রতিকূল হলে ব্যবসার পরিবেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঠিকভাবে অর্থ বিনিয়োগ করে এবং ব্যবসা পরিচালনা করে প্রচুর মুনাফা অর্জন করে। সমাজ, রাষ্ট্র তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।
নমুনা উত্তরটি হুবুহু না লিখে ধারণা ও তথ্য নিয়ে নিজ মেধা দিয়ে লিখার অনুরোধ রইল।
বিনীত নিবেদক
রাসেল
ধন্যবাদ।