ইন্টারনেট দুনিয়াতে একঘেয়েমিতা দূর করার জন্য অনেক মজার মজার অন্যরকম ও অদ্ভুত ওয়েবসাইট রয়েছে, গেমস রয়েছে। এগুলো থেকে আমরা অনেক কিছু যেমন জানতে পারি তেমনি একটু মজার সময়ও কাটাতে পারি। আমরা অনেক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, অনেক কাজ করি, জব করি বিভিন্ন জায়গায়, আবার অনেকে ফ্রীল্যান্সিং করে অর্থ উপার্জন করি। আমরা যাই করি না কেন এটা ঠিক যে সব সব কাজের পরেই শরীরে কোনো না কোনো ক্লান্তি আসে। এমনকি আমরা যদি কোনো কাজ না করি কিংবা বাড়িতে বসে থাকলে তা হলেও আমাদের শরীরে ক্লান্তি আসে। আর এই ক্লান্তি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিনোদন নিই। সেটা হতে পারে অবসরে টিভি দেখা, মোবাইল ইউজ করা, খেলাধুলা করা, এমনকি মোবাইল গেমস এর মাধ্যমে বিনোদন নেওয়া। আসলে মোবাইল গেমস হলো এমন একটি জিনিস যার দ্বারা বড়-ছোট যে কোন বয়সের একটি বিনোদন নিতে পারে। ইন্টারনেটে বিভিন্ন প্রকার গেমস রয়েছে এখান থেকে আমরা বিনোদন নিতে পারি। কিন্তু সব গেম আবার বিনোদন দিতে পারেনা। তাই আমি আজ আপনাদের উদ্দেশ্যে এমন একটি গেমস নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনারা আপনাদের অবসর সময়ে বিনোদন দিতে পারবেন। এটি একটি ফাইটিং গেমস। আমি নিজেও ব্যবহার করেছি তাই আপনাদের উদ্দেশ্যে এটি রিভিউ করছি। কেননা এই গেমসটি ব্যবহার করে আমি অবসর সময় কাটাতে পেরেছি এবং গেমসটি খুবই মজার। গেমসটির নাম হচ্ছে নিনজা ওয়ারিয়র। আশা করি এই গেমসটি ব্যবহার করে আপনারা আপনাদের মনকে উৎফুল্ল রাখতে পারবেন। গুগল প্লে স্টোরে নিনজা ওয়ারিয়র লিখে সার্চ করলে এটি পেয়ে যাবেন। গেমসটিতে প্রায় বিশটি লেভেল এর বেশি রয়েছে এবং লেবেলগুলো খুবই ইন্টারেস্টিং। আশা করি আপনারা আপনাদের ক্লান্তি সময়টুকু এই গেমস এর মাধ্যমে কাটাতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহাফেজ।
Related Posts
আটলান্টিস ডেকোরা বর্তমানে বই থেকে শুরু করে প্রসাধনী, ফ্যাশন, ইলেকট্রনিক্স,গৃহস্থালী এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী পর্যন্ত বিস্তৃত পণ্য সরবরাহ করে। তারা…
আজকের পোস্টে আমরা চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র, রিভিউ নিয়ে কথা বলতে যাচ্ছি। চাঁদের অমাবস্যা উপন্যাসের লেখকের নাম কি, চাঁদের…
আমাদের পৃথিবীতে অনেক অনেক রকম ফোন এর ব্রান্ড রয়েছে। যেমন:- Samsung, Redmi, Google, OnePlus, Vivo, Oppo, Symphony ইত্যাদি। এতগুলো ব্রান্ডের…
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম হিমালয়…
টেকনোলোজির সাথে যারা আপডেট থাকনে, তারা আর কোন খবর রাখুক আর না রাখুক, অ্যাপেল এর প্রোডাক্ট রিলিজ কিংবা প্রেস রিলিজ…
7 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
ধন্যবাদ
ওকে
Nice
মোবাইলের ১২ টা বাজবে,
nice
gs
vjmb