আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই করি সব সময় । আজ আমি স্বাস্থ্য বিষয়ক নতুন একটি আর্টিকেল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি । আজকের আর্টিকেলে আমি লিখব অ্যালার্জি কি, অ্যালার্জির কারণ ও উপসর্গ।
বর্তমানে অ্যালার্জি এমন একটি রোগ যা ছোট বড় সবারই হয়ে থাকে। আর অ্যালার্জি হলে তো আর উপায়ই নেই। এই ওষুধ খাও, তো সেই ওষুধ খাও। তবে সাম্প্রতিক গভেষণায় এটা দেখা গেছে যে, অ্যালার্জি বংশানুক্রমে হয়ে থাকে। তাই এটিকে অবহেলা করা উচিত নয়।
অ্যালার্জি কি
সাধারণত কোনো জিনিসের সংস্পর্শে যখন দেহে অস্বাভাবিক প্রতিক্রিয়া শুরু হয়, তখন তাকে অ্যালার্জি বলে । উদাহরণ হিসেবে যেমন অনেকেই তরকারি হিসেবে বেগুন অথবা কুমড়া খাচ্ছে ; এতে বেশির ভাগ মানুষের কোনো অসুবিধা দেখা দিচ্ছে না। কিন্তু দেখা যায় অনেকের হয়তো বেগুন খেলেই চোখ চুলকায়, নাক থেকে পানি পড়ে, শরীর চুলকায় আরো ইত্যাদি ইত্যাদি । তখন বেগুনের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াই হলো অ্যালার্জি ।
যে জিনিস বা বস্তুর দ্বারা এই অস্বাভাবিক প্রতিক্রিয়াগুলো দেখা যায়, তাকে বলা হয় অ্যালার্জিক বস্তু বা অ্যালার্জেন।
অ্যালার্জির কারণ
স্বাভাবিকভাবে মানব শরীরে কোনো বহিরাগত ক্ষতিকর জিনিস প্রবেশ করলে তার বিরুদ্ধে মানব শরীর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে সেই বহিরাগত জিনিসকে নষ্ট করে ৷ আর এটাই প্রতিটি মানবদেহের বৈশিষ্ট্য ও ধর্ম ৷ কারণ এই প্রতিরোধ বয়স্থাই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে । কিন্তু কখনো কখনো জন্মগতভাবে কারোর দেহের ভিতরে অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা লুকিয়ে থাকে । তখন এই অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে কোনো নির্দোষ জিনিসের বিরুদ্ধে কাজ করে । আর এই অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থার কারণেই দেহে যখন অস্বাভাবিক প্রতিক্রিয়া হয়, তখন এটিকেই অ্যালার্জির কারণ মনে করা হয়।
অ্যালার্জির উপসর্গ
অ্যালার্জি হলে যে শুধু শরীর চুলকাবে, এমনটা না। অ্যালার্জি হতে পারে আপনার চোখে, নাকে এমনকি ফুসফুসে। তবে চোখে, নাকে অথবা ফুসফুসে হলে একেক রকম লক্ষণ দেখা দেয়। যেমন–
১. অ্যালার্জি যদি চোখে হয়, তবে অ্যালার্জেন চোখে পড়ার সঙ্গে সঙ্গে চোখ লাল হবে, চুলকাবে এবং চোখ থেকে পানি পড়বে ৷
২. যদি নাকে হয়, তবে হঠাৎ হাঁচি হবে ৷ তবে একসঙ্গে অনেক হাঁচিও হতে পারে ৷ আঠালো পানি হওয়ার সাথে সাথে নাকের ভেতরের অংশ বন্ধ হয়ে যাবে ৷
৩. ত্বকে হলে ত্বক চুলকাবে ৷ চুলকাতে চুলকাতে লাল লাল র্যাশ দেখা দিবে ৷
এছাড়া অ্যালার্জির উপসর্গ হিসেবে আরেকটি বিষয় দেখা যায় ৷ এটা সাধারণ অ্যালার্জির থেকে ভিন্ন । কেননা এই অ্যালার্জিটি শ্বাসনালীজনিত ৷ যা অ্যালার্জি অ্যাজমা নামে পরিচিত ৷ তবে অ্যালার্জি অ্যাজমা নিয়ে অন্য একদিন বলব।
আজকে আপাতত এ পর্যন্তই ৷ আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন। সামনে নতুন টপিক নিয়ে যেন আবার আপনাদের সামনে ফিরে আসতে পারি তার জন্য দোয়া রাখবেন।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।