Cheap price backlink from grathor: info@grathor.com

আইপিএল ফাইনাল – Chennai Super Kings জিতলো ৮ উইকেটের বিনিময়ে

আজ চেন্নাইয়ের উৎসবের দিন। সবকিছুই সম্ভব হয়েছিল সেন ওয়াটসন এর জন্যে। খেলার ৬ ওভার শেষেও ম্যাচেটি সানরাইজার্সের দিকে হেলেছিল। চেন্নাইয়ের যখন ৩৫ রানে ১ উইকেট হারালো ধোনি ড্রেসিংরুমে অস্থির পায়চারি করছিল। কিন্তু ম্যাচের রং বদলে দিয়েছেন ওয়াটসন সঙ্গে ছিলেন সুরেশ রায়না দুজনে ১১৭ রানের জুটি গড়েছেন মাত্র ৫৭ বলে। ৩২ রান করে রায়না ফিরে গেলেও তলোয়ারের মতো ছুটেছে অস্ট্রেলীয় অলরাউন্ডারের ব্যাটসম্যানের ব্যাট। তুলে নিয়েছেন আইপিএল এর তার দ্বিতীয় সেঞ্চুরি।

হায়দরাবাদ ৬ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে ২০ ওভারে। সব বাধা কাটিয়ে অবশেষে চেন্নাই ওয়াটসনের ১১৭ রানের ইনিংসে ৮ উইকেট বিনিময়ে ১০ বল হাতে রেখে জিতল।

Related Posts

18 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No