“আমাদের দেশের সৌন্দর্য ও উন্নতি”

বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অতি সৌন্দর্য ময় একটি দেশ।এই টা যত সুন্দর তার বেশি সুন্দর হলো দেশের মানুষ গুলো।বিশ্বের সব দেশেই আমাদের দেশকে চিনে এবং আমাদের এই দেশের অনেক বেশি প্রশংসা করে।আমাদের দেশের গ্রামের দৃশ্য গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের দেশের খাবার থেকে শুরু করে সবই অনেক সুন্দর।আর আমাদের খাবারের মধ্যে ভাত ও মাছ অতি প্রিয় খাবার।আর খাবারের মধ্যে আমরা এই দুই টাই অনেক বেশি পছন্দ করি।তাছাড়াও পোষাকের দিক দিয়ে বলতে গেলে তারা যখন লাল রঙের শাড়ি পরে তাদের কে দেখতে খুবই সুন্দর লাগে।পোষাকের দিক দিয়ে তারা এই গুলোতেই অনেক বিখ্যাত।তাছাড়া গ্রামের দৃশ্যের মধ্যে গীষ্মকালে যখন আকাশটা শুকনো থাকে তখন বৃষ্টি নেমে আকাশটা বিজিয়ে দিয়ে পুরো গ্রাম টা শীতল করে দেয়।আর আমাদের গ্রামের গীষ্মকালে যখন কৃষক  ধান কাটে তখন বৃষ্টি এসে তাদের কে ভিজিয়ে দিয়ে তাদের মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসে।আর এই হলো আমাদের দেশের গ্রামের দৃশ্য।আর এখন বর্তমানে এখন গ্রামের দৃশ্য গুলো খুব কমই দেখা যায়।কারন আমাদের দেশটা এখন অনেক উন্নত হয়ে যাচ্ছে আর এ কারণেই আমাদের দেশের গ্রামের দৃশ্য গুলো খুবই কম দেখা যায়।আর মোটামুটি বিশ্বের সব দেশেই অনেক উন্নত তাই আমাদের দেশ পিছিয়ে থাকবে কেন।তাই আমাদের দেশটাও আস্তে আস্তে অনেক উন্নত দেশের মতো হয়ে যাচ্ছে।কারন দেশটা উন্নত না হলে তো আমরা উন্নত হতে পারব না।আর আমাদের দেশের উন্নতির কারনে আমরা অনেক সুবিধা পাচ্ছি।আমরা অনেক উন্নত মানের পোষাক পড়তে পারছি উন্নত মানের চুলের ডিজাইন করতে পারছি। উন্নতের কারণে  মোবাইলের মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে পারছি।উন্নত শীল দেশের কাছ থেকে আমরা সাহায্য নিতে পারছি। উন্নতের কারণে অনলাইনের মাধ্যমে অনেক দরকারী সব কাজ কর্ম নিমিষের মাধ্যমেই করতে পারছি।দেশটি উন্নতের কারণে আমরা এ রকম আরো শত শত সুবিধা পাচ্ছি।সারা পৃথিবীর মধ্যে যে দেশ গুলো আছে আমরা আস্তে আস্তে আমাদের দেশ টা সারা বিশ্বের মধ্যে অনেক সুন্দর করে তুলব।সবাই যেন আমাদের এই দেশকে এক নামে চিনতে পারে।সবাই যেন আমাদের দেশের অনেক ভালোবাসে ও শ্রদ্ধা করে।আর আমরা যদি আমাদের সকল চেষ্টা করে আমাদের দেশটা একটু ভাবি তাহলে কিন্তু আমরা আমাদের দেশের মানুষকে এবং আমাদের দেশকে অনেক এগিয়ে নিতে পারব।আমাদের দেশের মতো এত সৌন্দর্য ময় দেশ ও মানুষ কোথাও নেই। আর তাই কবি বলেছেন “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সেজে আমার জন্ম ভূমি”।তাহলে দেখুন কত সুন্দর ময় দেশ আমাদের।সবাই আমাদের এই দেশটা কে অনেক প্রশংসা করে।আমরা যারা এই দেশে বসবাস করছি আমরা সবাই আমাদের দেশটাকে অনেক ভালোবাসবো।

Related Posts

10 Comments

মন্তব্য করুন