আমাদের দেশে প্রতি বছরই প্রায় অনেক বৃষ্টি হয়ে থাকে।কিন্তু বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে।আমাদের দেশের মোটামুটি সবাই বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসে।কারন বৃষ্টি নামলে আমরা কৌতুহলের সাথেই ভিজতে নেমে পড়ি।কেউ কেউ ফুটবল নিয়ে নেমে পড়ে ভেজার আবার কেউ কেউ ছাদে একা একা ভিজে আবার কেউ কেউ রাস্তায় হেঁটে হেঁটে ভিজে।আর তারা যে ভিজে কিসের জন্য ভিজে তারা ভিজে কি পায়।যখন আকাশ থেকে গড়িয়ে গড়িয়ে আলতো ভাবে তাদের গায়ে বৃষ্টির ফোঁটা পর তখন তাদের অনুভূতিটা অনেক ভালো লাগে।কারন তারা যখন আকাশের দিকে তাকিয়ে থাকে তখন বৃষ্টির ফোঁটা গুলো যখন তাদের গায়ে এসে পড়ে তখন তারা এক কল্পনার দুনিয়ায় হারিয়ে যায় যেটা অনুভব করা অনেক সুন্দর।বৃষ্টিতে ভেজা ও না ভেজা এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে।কারন একজন মানুষ বৃষ্টিতে ভিজতেছে আর আমি তাকে দেখছি এই দেখাটার মাঝে অনেক মজা আছে।আর যে ভিজতেছে সে নিজেই তার অনুভূতি প্রকাশ করতে পারছে।আর আমাদের দেশে প্রায় জুন-অক্টোবর মাসে এই বৃষ্টির প্রভাব টা অনেক বেশি থাকে।আর তখনই আমরা দেখতে পারি সেই সব বৃষ্টিতে ভেজা তরুণ-তরুনীদের।আমি এখন আমার বৃষ্টিতে ভেজার অনুভূতি টা আপনাদের বলছি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করছি।১ জানুয়ারি ২০১৮ লাস্ট ডেট কলেজে যেতে হবে টাকা জমা দিতে।সেদিন ছিল প্রচুর বৃষ্টি তো কিভাবে যাবো কারন আমার টাকা জমা দেওয়ার আজকেই লাস্ট ডেট তো যত কিছুই হোক না কেন আমাকে আজ যেতেই হবে।তো যেই কথা সেই কাজ আমিও বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে।আমি বের হই ১০ টায় তো আকাশের অবস্থা অতটাও ভালো ছিল না।রাস্তায় গেলাম গাড়ির জন্য অপেক্ষা করছি তো আমি গাড়ি পাচ্ছি না।তো হঠাৎ করে একটি গাড়ি খুবই কষ্টে পেলাম এবং গাড়িতে উঠার পর পরই বৃষ্টি শুরু হয়ে গেল।তো গাড়িওযালা কলেজের কাছাকাছি গিয়ে বলল যে আমি আর যাবো না তো আমিও নেমে পড়লাম এবং হাটতে শুরু করলাম বৃষ্টি ভিজেই। কিন্তু হঠাৎ করে দেখি দুটি মেয়েও ভিজতেছে এবং তারা ভেজার অনুভূতি টা অনেক সুন্দর ভাবে করছে।এবং তারা দুজনে আমাকেও বৃষ্টিতে ভেজার ফিলিংস টা অনুভব করতে বলল এবং আমিও তাদের মতো আমার ফিলিংস গুলো ঐভাবে অনুভব করতে চেষ্টা কললাম।তখন আমারও তাদের মতো ঐ অনুভূতি গুলো অনেক সুন্দর লাগছ।আমার জীবনের প্রথম আমি বৃষ্টিতে ভিজে এই রকম ফিলিংস অনুভব করেছি।আপনারা চাইলে বৃষ্টিতে ভিজে আপনাদের সেই ফিলিংস গুলো সবার সাথে শেয়ার করবেন যেমন আজ আপনাদেরকে শেয়ার করলাম।যখন আপনার শেয়ার করা সবাই পরবে তারাও হয়তো সেই ফিলিংস গুলো অনুভব করতে পারবে।আর এই শেয়ার করা পোস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে পিল্জ দয়া করে কমেন্ট বক্সে কিছু লিখবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ।
ভালো লাগলো
আহ্ বৃষ্টি ভেজা দিন 🥰
Bah…
Felling so good
Good post
Oh
g
Nice
Thanks
nice post
ok