মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কম পাওয়া যাবে না।প্রতিটা পরিবারের কাছেই রয়েছে এক বা একাধিক মোবাইল ফোন।এই মোবাইল ফোনগুলোর মধ্যে ৮০% মোবাইল হচ্ছে এন্ড্রয়েড ফোন। মানুষ প্রতিদিনের কাজে,যোগাযোগের ক্ষেত্রে,গেমস খেলা,ভিডিও দেখা,ইন্টারনেট ব্যবহার সবকিছুর ক্ষেত্রেই এন্ড্রয়েড ফোন ব্যবহার করে আসছে।
কিন্তু আমরা যখন নতুন এন্ড্রয়েড ফোন কিনে ব্যবহার করতে শুরু করি।তখন আমরা কিছু ভুল করে থাকি,যার ফলে আমাদের মোবাইলটা খুব তারাতাড়ি ধীর গতিসম্পন্ন হয়ে যায়।এবং আমরা যদি মোবাইলের কিছু টিপ্স জেনে ব্যবহার করি তাহলে আমাদের মোবাইল ফোনটি আরও বেশিদিন ব্যবহার করতে পারবো।এসব টিপ্সগুলো জেনে মোবাইল ব্যবহার করলে কোনো ঝামেলা ছাড়াই কয়েক বছর মোবাইলটিকে ব্যবহার করতে পারবো।তাই এরকম ১০ টি টিপ্স নিচে দেওয়া হলো।যার মাধ্যমে আপনার মোবাইল ফোনটিকে আরও ভালো ব্যবহার করতে পারবেন।
১.মোবাইল ফোনের এপ্পসগুলোকে অবশ্যই আপডেট করে রাখতে হবে।আমরা মোবাইল ফোন কিনার পরে তা ব্যবহার করার জন্য বিভিন্ন এপ্পস ডাউনলোড করে থাকি।কিন্তু কিছুদিন ব্যবহার করার পর আমরা মেগাবাইট খরচ হওয়ার ভয়ে এপ্পসগুলোকে আপডেট করি না।যেটা কখনোই উচিত না।আমরা যখন এপ্পসগুলোকে আপডেট করবো তখন নতুন কিছু ফিচার দেখতে পারবো।এবং তা আগের থেকে ভালোভাবে ব্যবহার করতে পারবো।
২.আমাদের অবশ্যই মোবাইলে একটি এন্টিভাইরাস এপ্পস ডাউনলোড করে রাখা উচিত।আমরা যখন বিভিন্ন এপ্পস ডাউনলোড করি,বিভিন্ন ভিডিও দেখি এবং যখন আমাদের কোনো নোটিফিকেশন আসে তখন সেগুলোতে প্রচুর পরিমানে ভাইরাস থাকে।তাই এন্টিভাইরাস এপ্পসের মাধ্যমে সেই ভাইরাস গুলোকে পরিষ্কার করা উচিত।
৩.পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়ার সময় কোনো ভাবেই মোবাইল ব্যবহার করা উচিত না।আমরা যখন মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রে পাওয়ার ব্যাংক ব্যবহার করি তখন আমাদের মোবাইল একটু গরম থাকে।তাই যদি সেই সময় মোবাইল ব্যবহার করি তাহলে আমাদের মোবাইলটি প্রচুর গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
৪.অপ্রয়োজনীয় এপ্পস আনইন্সটল করুন।আমরা যেইসব এপ্পস ডাউনলোড করি তার মধ্যে কিছু কিছু এপ্পস আছে যেগুলো আমাদের কিছুদিন পর আর দরকার লাগে না।তাই আমাদের উচিত সেই এপ্পসগুলোকে আনইন্সটল করা।এর ফলে মোবাইলের স্টোরেজ টা ও একটু ফ্রি হবে।
৫.ডার্ক ওয়েলপেপার এবং ডার্ক মোড ব্যবহার করুন।ডার্ক ওয়েলপেপার ব্যবহার করলে আপনার ফোনের চার্জ খুব অল্প পরিমান খরচ হবে।তাছাড়া রাতেরবেলা ডার্ক ওয়েলপেপার ব্যবহার করলে আপনার চোখের জন্য কোনো সমস্যা হবে না।
৬.কখনোই মোবাইলকে সারারাত চার্জে লাগিয়ে রাখবেন না।আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা রাতেরবেলা চার্জে লাগিয়ে রাখেন।রাতেরবেলা চার্জে লাগানোর ফলে মোবাইলটা সারারাত চার্জ হয়।এবং মোবাইলের চার্জ হয়ে যাওয়ার পর ও মোবাইলটিতে অতিরিক্ত চার্জ হয়।যা মোবাইলের ব্যাটারিকে ক্ষতি করছে।
৭.রেম অনুযায়ী এপ্পস ইন্সটল করুন।অনেক সময় আমরা এমন কিছু এপ্পস ডাউনলোড করি যা আমাদের মোবাইলে কখনোই করা উচিত না।বেশি গ্রাফিক্সের এপ্পস বা গেমস ডাউনলোড করার ফলে আমাদের মোবাইলে আর অন্যকিছু ডাউনলোড করা যায় না।এবং তা মোবাইলের জন্য অনেক ক্ষতিকর।
৮.মোবাইলটিকে অবশ্যই লক করে রাখবেন।আমরা আলসামির কারনে মোবাইলটিকে লক করে রাখি না।কিন্তু প্রতিটা স্মার্টফোন ব্যবহারকারীকে অবশ্যই মোবাইলটিকে লক করে রাখা উচিত।এর ফলে অনেক দিক দিয়ে নিরাপত্তা পাওয়া যায়।
৯.মোবাইলের চার্জ বৃদ্ধির জন্য এয়ারপ্লেন মোডটি চালু করে দিন।আমরা অনেক সময় অনেক কাজের জন্য চায় মোবাইল্টিকে যেনো তারাতাড়ি চার্জ করতে পারি।এর জন্য মোবাইল ফোনটিকে বন্ধ বা এয়ারপ্লেন মোড চালু করে চার্জ করা উচিত।
১০.প্রতি সপ্তাহে অন্তত একবারে মোবাইলটিকে রিবোট করা উচিত।এর ফলে মোবাইলের যত ভাইরাস আছে তা সব মুছে যাবে।এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত কোনো সমস্যা ছাড়ায় মোবাইলটিকে ব্যভার করে যেতে পারবেন।
আপনার এন্ড্রয়েড ফোনটিকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই ১০ টি টিপ্স অবশ্যই মেনে মোবাইল ব্যবহার করবেন।তাহলে আপনার মোবাইল ব্যবহারে কোনো সমস্যায় পরতে হবে না।এবং কোনো অতিরিক্ত টাকা ও খরচ করতে হবে না।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।