আসসালামু আলাইকুম,তো আপনারা সবাই কেমন আছেন?আশা করি অনেক বেশিই ভালো আছেন।তো আজকে আমার পোস্টে আলোচনা করব যে কিভাবে ফার্স্ট গতিতে ফোন চার্জ করতে পারি।এতে ফোনের ব্যাটারির কোনো সমস্যা হবে না।আপনাদেরকে ফার্স্ট চার্জারও ব্যবহার করতে হবে না।তাহলে চলুন শুরু করা যাকঃ
প্রথমেই বলে রাখি কিছু ফোন আছে যেগুলো চার্জ হয় তাড়াতাড়ি, আবার চার্জ চলে যায়ও তাড়াতাড়ি।এর কারন অই ফোনের ব্যাটারি কম রাসায়নিক শক্তি বা বিদ্যুত ধারণ করতে সক্ষম।আজ আমি আপনাদের কতগুলো টিপ্স বলব,যা ফলো করলে দেখবেন আপনার ফোন দ্রুত চার্জ হবে।
- প্রথমেই বলে রাখি,স্ক্রিন অন করে চার্জিংয়ে লাগাবেন না।এতে চার্জ হতে দেরী হবে।কেননা মোবাইল স্ক্রীন সবচেয়ে বেশি চার্জ খরচ করে।
- মোবাইল চার্জ দেয়ার সময় অবশ্যই Wi-Fi অপশনটি অফ করে রাখবেন।যাদের বাসায় ওয়াইফাই আছে তারা স্বভাবতই ওয়াইফাই অন করে রাখে।অদরকারে অন করে রাখলে তা ফোনের চার্জ খরচ করে।যা চার্জিংয়ে বিলম্ব করে,আর পাশাপাশি মোবাইলের ব্যাটারির সমস্যা করে।
- অপ্রয়োজনে Location অন করে রাখবেন না।কেননা এটি একটি এন্ড্রয়েড সিস্টেম।আর প্রতিটি এন্ড্রয়েড সিস্টেম ফোনের চার্জ খরচ করে।যা মোবাইল দ্রুত চার্জ করার ক্ষেত্রে বাধা।
- কোনো প্রয়োজনে যদি মনে হয় যে,দ্রুত ফোন চার্জ করে নিতে হবে।তাহলে Airplane Mode অন করে চার্জ করে নিতে পারেন।এতে দ্রুত চার্জ হয়।
- মোবাইলের ব্রাইটনেস সবসময় সবচেয়ে কম রাখার চেস্টা করবেন।কেননে এতে অত্যন্ত দ্রুত গতিতে চার্জ খরচ হয়।
- একটি এপ সাজেস্ট করতে পারি।এপটির প্লে স্টোর লিংকের জন্য এখানে ক্লিক করুন।
- মোবাইল তাড়াতাড়ি চার্জ দেয়ার জন্য ফার্স্ট চার্জার আছে।তবে এসব চার্জার দিয়ে ফোন চার্জ করলে ফোনের ব্যাটারি নস্ট হওয়ার চান্স বেশি।কাজেই ওসব চার্জার পরিত্যাগ করাই বেটার।
- আপনি চাইলে ফোন সাট ডাউন করে চার্জ দিতে পারেন এতে চার্জ অনেকটা তাড়াতাড়িই হয়।
- মোবাইল চার্জিংয়ে লাগিয়ে মোবাইল ইউজ করা মোটেও ঠিক নয়।এটা ফোন,ফোনের ব্যাটারি উভয়ের জন্য ক্ষতিকর।কাজেই এই অভ্যাশ অচিরেই ত্যাগ করতে হবে।এর ফলে মোবাইল স্বভাবতই চার্জ হতে অধিক সময় নেয়।
- মোটকথা আপনার ফোন, ফোনের যাবতীয় যন্ত্রাংশ রক্ষনাবেক্ষনের দায়িত্ব আপনারই।কাজেই এ ব্যাপারে সচেতন হওয়াই মূখ্য।
Recommanded For You:
#2020 সালের সেরা আর্নিং এপ।লগ ইন বোনাস ১৭০ টাকা।(Grathor.com)
#অনলাইন আয়ের কতগুলো বেস্ট বাংলাদেশি সাইট,টাকা নিন বিকাশে।(Grathor.com)
উপরের পোস্টগুলো অবশ্যই দেখবেন।
তো কেমন লাগল আপনাদের কমেন্ট বক্সে জানাবেন।আর হ্যা,আজ এ পর্যন্তই।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।দেখা হবে আবারো।