কুরবানি সম্পর্কে কিছু কথা!

কুরবানি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা।এটি একটি ওয়াজিব বিধান।
আল্লাহ তায়ালা সকল পশু দ্বারা কুরবানি বৈধ করেন নাই।আবার সকল বান্দার উপরও কুরবানি ওয়াজিব করেন নাই।
যে সকল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব:
১.মুসলিম হওয়া।
২.স্বাধীন হওয়া।
৩.মুকিম হওয়া।
৪.নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া।ফকির মিসকিনের উপর কুরবানি ওয়াজিব নয়।
যে সকল পশু দ্বারা কুরবানি জায়েয:
১.ভেড়া,দুম্ভা ও বকরি:এগুলো ১ বছর বয়সের হতে হবে।
২.গরু,মহিষ:এসব পশুর বয়স ২ বছর পূর্ণ হতে হবে।
৩:উট:উটের বয়স ৫ বছর পূর্ণ হতে হবে।
যে সকল ক্রুটির কারণে জায়েয পশু দ্বারা কুরবানি না জায়েয:
১.যে পশুর উভয় চোখ অন্ধ।
২.যে পশুর এক চোখ অন্ধ।
৩.এমন লেংড়া পশু,যে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না।
৪.অতিশয় দূর্বল পশু।
৫.দাঁতহীন পশু।
৬.যে পশু জন্মগতভাবে কানহীন।
৭.যে পশুর স্তনের মাথা কাটা।
৮.যে পশু ময়লা,আবর্জনা ও পায়খানা খেতে অব্যস্ত।
৯.যে পশুর অধিকাংশ কান কাটা।
১০.যে পশুর সামনের পা কাটা।
১১.যে পশুর পিছনের পা কাটা।
১২.যে পশুর অধিকাংশ লেজ কাটা।
কুরবানির গোশতের হুকুম:
১.কুরবানির গোশত কুরবানিদাতা নিজে খাবে এবং অন্যদেরও খাওয়াতে পারবে।
২.ইচ্ছানুযায়ী অাত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরকে দান করতে পারবে।
৩.ইচ্ছা করলে সব গোশতই সদকা করে দিতে পারবে।
৪.একতৃতীয়াংশ গরীবদের মাঝে সদকা করে দেওয়া মুস্তাহাব।
৫.পরিবারের সদস্য বেশি হলে নিজের পরিতৃপ্তির জন্য দান না করাও মন্দ নয়।
৬.কুবানির গোশত বিক্রি করা বৈদ নয়।
৭.কুরবানির গোশত সংরক্ষণ করে রাখা বৈদ।
৮.কুরবানির পশুর গোশত দ্বারা জবাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকের মজুরি দেয়া বৈধ নয়।
ইত্যাদি…….😊

Related Posts

4 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন