“গোলাপ মানুষের এত প্রিয় কেন”

গোলাপ ফুলটি আমরা কম বেশি সবাই চিনি।আর এই গোলাপ ফুলটি ছাড়াও কিন্তু অন্যান্য আরো অনেক ফুল আছে।তবে আমরা কিন্তু এই গোলাপ ফুল টাকেই অনেক বেশি পছন্দ করি।আবার অনেকই আছে যে এই গোলাপ ফুল ছাড়া অন্যান্য যে ফুল গুলো আছে ঐ গুলোকেই অনেক বেশি পছন্দ।আসলে বলতে গেলে পছন্দটা হচ্ছে যার যার ব্যক্তিগত এবং মনের ব্যাপার।আমিও কিন্তু গোলাপ ফুল খুবই পছন্দ করি অন্যান্য ফুলের চাইতে।আবার আমার মতো অনেকেই আছে এই ফুলটিকে খুবই পছন্দ করে।এই ফুরটি দিয়ে অনেক কাজ করা যায় যেমনঃ মনের মানুষকে ভালোবাসার কথাটা জানানোর জন্য আমরা এই ফুলটি ব্যবহার করতে পারি।এছাড়াও কোনো বিয়ে অথবা জন্ম দিনের অনুষ্ঠানে কোনা গিফট অথবা শুভেচ্ছা জানানোর জন্য আমরা এই ফুলটি ব্যবহার করতে পারি এবং বর বর কোনা ঐতিহাসিক ভাষণের ঐখানে এই ফুলটি আমরা ব্যবহার করতে পারি।তাহলে দেখুন এই ফুলের মূল্য কত এবং এই ফুলটি বর বর জায়গায় যেয়ে আমাদের সব বর বর কাজ করে দেয়।তাহলে সবাই এই ফুলটি যদি পছন্দ না করে তাহলে কোন ফুল পছন্দ করবে।আর এই ফুলটির সুভাষ এতটাই সুন্দর যে কেউ যদি এক বার এই সুভাষ নেয় তাহলে সে অবশ্যই এই ফুলের প্রেমে পড়ে যাবে।আর এই ফুলটি আমার ভালোবাসার মানুষটিকে কাছে পেতে আমাকে অনেক সাহায্য করেছে।আর আমি এখনও সেই ফুলের পাঁপড়ি গুলো খুবই সুন্দর ভাবে এবং যত্ন সহকারে রেখে দিয়েছি।

Related Posts

8 Comments

মন্তব্য করুন