আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছ এবং সুস্থ আছো।
তোমরা ভালো থাকলেই আমরা নতুন নতুন পোস্ট লিখতে পারবো ।
বন্ধুরা তোমরা তো সবাই বিকাশের নাম শুনেছো । বিকাশ এমন একটি মাধ্যম যার মাধ্যমে সহজে টাকা লেন দেন করা যায় কয়েক মিনিটের মধ্যই । আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবইল দিয়ে বিকাশ একাউন্ট করবেন।
তো আর কথা না বলে আজকের পোষ্ট টি লেখা শুরু করা যাক।
সবার আগে আমাদের জানতে হবে বিকাশ কি? বা বিকাশ কিভাবে কাজ করে।
বিকাশ হচ্ছে ব্রাক ব্যাংকের একটি শাখা বা মোবাইল ব্যাংকিং ।আর বর্তমান বিকাশ অনেক জনপ্রিয় হয়ে ওঠেছে প্রত্যক মানুষের সাথে।
আজ আমি দেখাবো কিভাবে আপ্নারা আনাদের হাতে থাকা মোবাইল দিয়ে পার্সোনাল বিকাশ একাউন্ট খুলবেন।
আপনি আপনার বিকাশ একাউন্ট খোলেন নিজে নিজে।
আপনি সাধারণত দুই ভাবে বিকাশ একাউন্ট খুলতে পারেন।
- নিকটবর্তী কোন এজেন্টের মাধ্যমে।
- বিকাশ এপ্লিকেশ্নের মাধ্যমে।
আপ্নারা যেকোন একটি মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে পারেন।
আপনি যদি বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে নতু একাউন্ট করতে চান তাহলে নিচের স্টেপ গুলো লক্ষ্য করতে পারেন।
বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি একাউন্ট করেন সেজন্য বিকাশের অফিসিয়াল এপ্লিকেশন্টি সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে।
এপ্লিকেশনটি আপ্নারা কিভাবে ডাউনলোড করবেন?
এপ্লিকেশন্টি ডাউনলোড করার জন্য আপনাকে প্লেস্টোরে আস্তে হবে ।
আসার পর সার্চ বক্সে বিকাশ লেখার সাথে সাথে এপ্লিকেশনটি চলে আসবে আপনি এপ্লিকেশনে ৫* রেটিং দিয়ে ডাউনলোড করে নিবেন।
Bkash Application: https://play.google.com/store/apps/details?id=com.bKash.customerapp&hl=en
আপ্নারা এপ্লিকেশন্টি ডাউনলোড ও ইন্সটল করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার সময় সব পারমিশন গুলো এলাউ করে দিবেন।
কিভাবে বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে আপ্নারা একাউন্ট করবেন?
এপ্লিকেশন এ যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার সামনে একটি ইন্টারফেজ আসবে।
আপনি দুটি অপশান দেখতে পারবেন।
*রেজিস্ট্রেশন করুন।
*লগিন করুন।
আপানারা যারা নতুন একাউন্ট করতে চাচ্ছেন তারা রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি যে সিমে একাউন্ট করতে চান সে সিমটি সিলেক্ট করুন।
আপনার মোবাইলে একটি কোড আস্তে পারে। আপনি ওই কোড টি বসাবেন।
এবার আপনার আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি তুলে সাবমিট করুন। এবার আপনার মোবাইলের সাম্নের ক্যামেরাটা অন করুন।
এবার আপনার একটি সেলফি তুলে সাবমিট করুন।
সাবমিট করার পর আপনার পেশা এখানে সাবমিট করুন । আপনি ছাত্র হলে স্টিডেন্ট সিলেক্ট করুন। আর গৃহীনি হলে গৃহীনি হাউজওয়িফ সিলেক্ট করুন।
এবার আপনি মাসে কত টাকা আয় করেন সেটি সিলেক্ট করুন।
আপনার একাউন্ট খোলা মোটামুটি শেষ। এবার আপনাকে আপনার একটি গোপন পিন দিতে হবে হবে।
গোপন পিন দেওয়ার জন্য আপনি *২৪৭# ডায়াল করুন। এরপর আপনার ইচ্ছামত ৫ ডিজিটের একটি গোপন পিন দিন।
অবশ্যই এই পিনটি আপনি মনে রাখবেন।
এখন আপনার বিকাশ একাউন্ট পুরোপুরি তৈরি।
আপ্নারা এভাবে আপনাদের মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট তৈরি করতে পারবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে । সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন।