Cheap price backlink from grathor: info@grathor.com

জনপ্রিয় দেশাত্মবোধক গানের তালিকা। জেনে নিন জনপ্রিয় দেশের গানগুলো….

প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশে আজকে স্বাধীনভাবে বসবাস করতে পারি কারণ ১৯৭১ সালে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন আমাদের দেশের বীর-বীরাঙ্গনারা। দেশের সেনাবাহিনী সহ সকল স্তরের মানুষ এই মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের প্রতি চরম ভালোবাসা প্রদর্শন করে অনেকেই অনেকভাবে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কেউ সরাসরি যুদ্ধ করে, কেউ মুক্তিবাহিনীকে সহযোগিতা করে, কেউ সারা বিশ্বে জনমত সৃষ্টি করে আবার কেউ বা গানের মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে। দেশের প্রতি শ্রদ্ধা – ভালোবাসায় বাংলাদেশের সূচনা থেকে আজ পর্যন্ত অনেক মহান মানুষ অনেক গান রচনা করেছেন। যেগুলোকে আমরা দেশাত্মবোধক গান বলে থাকি। তো বন্ধুরা আজকের পোস্টের বিষয় হলো দেশাত্মবোধক কিছু জনপ্রিয় গানের নাম। শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে।

জনপ্রিয় দেশাত্মবোধক গানের তালিকা:

⚫”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”

⚫”একটি বাংলাদেশ”

⚫”এক নদী রক্ত পেরিয়ে”

⚫”সব জানালা খুলে দাও না”

⚫”ও আলোর পদযাত্রী”

⚫”মুক্তির গান”

⚫”এক সাগর রক্তের বিনিময়ে”

⚫”যদি আবার আসতে পারি”

⚫”জন্ম আমার ধন্য হলো মা গো”

⚫”জয় বাংলা বাংলার জয়”

⚫”করার ঐ লৌহ কপাট”

⚫”মেঘে ভাসা নীল আকাশ”

⚫”মোদের গরব মোদের আশা”

⚫”মোরা একটি ফুলকে বাঁচাবো বলে”

⚫”আমার আট কোটি ফুল”

⚫”আমার বাংলা তোর মা”

⚫”আমার দেশের মাটি”

⚫”পলাশ ডাকে কোকিল ডাকে”

⚫”প্রাণের আনন্দে বাজে”

⚫”পূর্ব দিগন্তে সূর্য উঠেছে”

⚫”স্বাধীনতা তোমাকে দিয়ে”

⚫”একটি বাংলাদেশ”

⚫”স্বর্ণালী দেশ আমার”

⚫”একবার যেতে দেনা”

⚫”একতারা তুই দেশের কথা”

⚫”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো”

⚫”আমায় যদি প্রশ্ন করে”

⚫”বাংলাদেশ”

⚫”আর নয় যুদ্ধ”

⚫”আমার দেশের মাটির গন্ধে”

⚫”আমি বাংলায় গান গাই”

⚫”আমি ভালোবাসি এই বাংলাকে”

⚫”ভালোবাসি দেশটা আমার”

⚫”এই পদ্মা এই মেঘনা”

⚫”একি অপরূপ রূপে মা তোর”

প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে পোষ্টটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন । ধন্যবাদ…..

Related Posts

5 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No