জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলেন বেন স্টোকস’

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ক্রিকেটার ক্যারিয়ার পড়লো হুমকির মুখে। ভারতের বিপক্ষে চলমান সিরিজ থেকেও বাদ পড়তে পারেন তিনি। এরপর আদালত থেকে বড় শাস্তির ঘোষণা এলে তার ক্যারিয়ারের ইতিও ঘটতে পারে।

ব্র্রিস্টল ক্রাউন কোর্টে শুনানীতে আইনজীবীরা বড়সড় অভিযোগ তুলছেন বেন স্টোকসের। সরকারি আইনজীবী জুরিদের কাছে যা তুলে ধরেছেন তা স্টোকসের বিরুদ্ধেই যাচ্ছে। সরকারি আইনজীবী নিকোলাস কোর্সেলিস এদিন বলেন,‘বেন স্টোকস পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন।’ পাশাপাশি তিনি বলেন,‘প্রতিশোধের মানসিকতা নিয়েই আক্রমণ করেন ওই দিন।’

গত বছরের সেপ্টেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে একটি ম্যাচে জয় পায় ইংল্যান্ড। ওই রাতে নাইট ক্লাবে যান স্টোকসসহ আরো তিনজন ক্রিকেটার। ক্লাবে গিয়ে দুই সমকামীর উপর হামলা করেন স্টোকস। ওই আদালতে ওই মামলার শুনানিতে সোমবার আরো অনেক তথ্য বেরিয়ে আসছে।

আদালতে সরকারি আইনজীবি জানান, গত সেপ্টেম্বরে নাইটক্লাবের পাবে দুই সমকামী ব্যক্তিকে নকল করছিলেন স্টোকস। একজনের পশ্চাদ্দেশে নাকি জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলেন বলে অভিযোগ উঠছে।

ঘটনাটি ঘটে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর। সেদিন ওডিআই জয়ের রাতে নাইটক্লাবে যান বেন স্টোকস, জো রুট, অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো।

ওই রাতে মারামারিতে লিপ্ত হওয়া স্টোকস রায়ান আলি ও রায়ান হেল নামের দুই ব্যক্তিকেও বেদড়ক মারধর করেন। শুনানীতে ইংলিশ অলরাউন্ডার এসব অবশ্য অস্বীকার করেছেন।

সরকারি আইনজীবী নিকোলাস কর্সেলিস শুনানি চলাকালীন আদালতে জানান, স্টোকসের মারে রায়ান আলি ও রায়ান হেল, দুজনেই জ্ঞান হারিয়ে ছিলেন। দু’পক্ষেরই বক্তব্য শুনবেন জুরিরা। অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের সাজা পাবেন স্টোকস।

Related Posts

8 Comments

মন্তব্য করুন