Cheap price backlink from grathor: info@grathor.com

টাইগারদের শ্রিলংকা ও নিউজ্যাল্যান্ড সফর হবে কি না বা কবে হবে দেখে নিন।

হেলো বন্ধুরা  আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি খেলার বিষয় নিয়ে জা জানার জন্য সবাই অতি আগ্রহে বসে ছিলেন।তো জানা যাক টাইগারদের শ্রিলংকা ও নিউজ্যাল্যান্ড সফর হবে কি না বা কবে হবে।আবার এটাও দেখে নিন যে টাইগাররা এসপিএল খেলবে কিনা মানে শ্রিলংকা প্রিমিয়ার লিগ। 

সুখবর সুখবর টাইগার প্রেমিদের জন্য সুখবর।আপনারা এতদিন শুনেছেন যে টাইগারদের সাথে নিউজ্যাল্যান্ড সিরিজটি আগস্ট মাসে হবে কিন্তু করোণার জন্য নিউজিল্যান্ড হোম এবং এওয়ে দুই ধরনের ক্রিকেট খেলাই খেলবে না বলেছিলেন নিউজ্যাল্যান্ড টিম।কিন্তু এই আগাম শনিবার নাকি টাইগার বোর্ড সভা বা মিটিং বসবে আলোচনা করতে যে টাইগাররা ৩ ম্যাচ টি-২০ খেলতে নিউজ্যাল্যান্ড এ যাবে কিনা বা নিউজ্যাল্যান্ড ২ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিনা।এছাড়াও আরো আলেচনা হবে শ্রিলংকা সাথে ৩ম্যাচ টেস্ট খেলতে টাইগার বাহিনী শ্রিলংকা যাবে কিনা।যদি সব ঠিকটাক হয় তাহলে বাংলাদেশ,শ্রিলংকা ও নিউজ্যাল্যান্ড এর সিরিজ ফাইনাল হবে অক্টোবর মাসে।এছাড়াও চ্যানেল ৭১ এর সাংবাদিক নান্নু মিয়ার সাথে কথা বলে জানা গেছে যে কোনো খেলোয়াড়ই এসপিএল মানে শ্রিলংকা প্রিমিয়ার লিগ খেলতে আবেদন করেন নি।কিন্তু মানুষের মুখে বরাবরাই শোনা যাচ্ছিল যে বাংলাদেশের খেলোয়ারড়া এসপিএল  বা প্রিমিয়ার লিগ খেলবে।আরও একটা কথা যদি শ্রিলংকা ও নিউজ্যাল্যান্ড সিরিজ না হয় তাহলে নাকি বিসিভি বাংলাদেশের খেলোয়ারদের অনুশীলন করাবে।আরও নাকি প্রিমিয়ার লিগের আয়োজনের  ও চেষ্টা করবে।এছাড়া অনুর্ধ-১৯ দলের সদস্যাদের ক্যাপ্টেন ও বাছাই হবে অক্টোবর মাসে। কিন্তু পাকিস্তানের  সাথে বাংলাদেশের আর কোনো খেলা হবে কিনা বা পাকিস্তানের সাথে যেই টেস্ট ম্যাচ বাকি ছিল তা হবে কিনা। যদি সবঠিকঠাক থাকে নিউজ্যাল্যান্ড যদি গ্রিন সিগনাল দেয় তাহলেই টাইগারদের মাঠে দেখা যাবে।

আজকে এতটুকুই পরে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই নিরাপদে থাকবেন ও সময়কে কাজে লাগাবেন আশা করি।

Related Posts

12 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No