ক্রিকেট মানেই চার-ছক্কা। টেস্ট, ওয়ানডের পর টি-২০। এবার টি-১০ ক্রিকেট। গত বছর শারজায় টি-১০ ক্রিকেট লিগের আয়োজন করা হয়। আফ্রিদি, তামিম থেকে শুরু করে বিশ্বের নামকরা ক্রিকেটাররা খেলে ছিলেন টুর্নামেন্টটিতে।
টি-১০ লিগের সফল আয়োজন হলেও আয়োজকদের তেমন বেশী খুশি হওয়ার কিছু ছিলো না। কারন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) টুর্নামেন্টটিকে আনুষ্টানিক স্বীকৃতি তখন দেয়নি। আইসিসির মৌখিক অনুমতি নিয়েই সেবার টি-১০ লিগ হয়ে ছিলো।
শারজায় নভেম্বরে বসছে টি-১০ লিগের দ্বিতীয় আসর। গতবার এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়ে ছিলো। এবার অংশ নিবে আট দল, টুর্নামেন্ট হবে আগের থেকে জমজমাট। বিশ্ব তারকাদের নিয়ে ক্রিকেটের এই ছোট্ট ফরমেটের খেলা শুরু হবে ২৩ নভেম্বর থেকে।
টুর্নামেন্টটির আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটির প্রেসিডেন্ট সালমান ইকবাল বলেন, আইসিসির এই আনুষ্ঠানিক অনুমোদনে বিশ্বজুড়ে এই টুর্নামেন্টটি আরো গ্রহণযোগ্যতা পাবে। এটাকে বিষণ ইতিবাচক দিক মনে করছেন তিনি।
নাইস
nice
❤️
❤️
Ok
Nice
Thanks