Cheap price backlink from grathor: info@grathor.com

দান করার ব্যবস্থা করলো ইনস্টাগ্রাম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে

দান করার ব্যবস্থা করলো
ইনস্টাগ্রাম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে

🎉 Get ৳10000 Bonus!

দান করার ব্যবস্থা করলো
ইনস্টাগ্রাম বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে

তাহলে ইনস্টাগ্রাম আজকাল ভালো ভালো কাজই করছে । যদিও ভালো কাজ তারপরও তারা নিজেদের লাভ তো দেখবেই তাই না । তো যাক সে কথা , আজকে কথা বলবো ইনস্টাগ্রামের নতুন একটি ফিচার রয়েছে সেবিষয় টা নিয়ে ।

আপনি যদি চান তাহলে দান করতে পারবেন বিভিন্ন দেশের দাতব্য প্রতিষ্ঠান গুলোতে । সেটা তাদের একাউন্টে সরাসরি পাঠাতে পারবেন ।

এই জন্য স্টোরিজ ফিচারে ‘ডোনেশন’ নামের স্টিকার যুক্ত করা হয়েছে। এটা ফেসবুকের ডোনেশন টুলস এর আদলে গঠন করা হয়েছে তাছাড়া এটা এখন ফেসবুকের অংগ সংগঠন বলে কথা ।

পরিক্ষা মুলক ভাবে কয়েকটি প্রতিষ্ঠানে পাঠানো সম্ভব ।এগুলো হলো ‘জেইডি ফাউন্ডেশন’, ‘নো কিড হাংরি’, ‘মালালা ফান্ড’, ‘ব্ল্যাক গার্লস কোড’সহ
বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অর্থ পাঠানো যাবে ।

যদি আপনারা মনে করেন দান করবেন তাহলে এই ফিচারটি আপনার জন্য পারফেক্ট সলুশন।

তবে আমার মনে হয় এটা অনেক জনপ্রিয়তা অর্জন করবে । যদিও এটা ভালো কাজ । সকলেই এটাজে গ্রহণ করলে তো অবশ্যই সম্ভব বলে আমি মনে করি ।

তাহলে আজকে আর কথা না বাড়িয়ে চলে যায় , কথা হবে আরো কোনো টপিক্সে । টাটা বাই বাই ।

Related Posts

5 Comments

Leave a Reply