দ্রুত ইংরেজিতে দক্ষ হয়ে উঠার সেরা কয়েকটি কার্যকরী টিপস।

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন।

ইংরেজি অনেক জনপ্রিয় একটি ভাষা।পড়ালেখা থেকে শুরু করে,বিভিন্ন চাকরি, ব্যাবসায়, কিংবা কথা বলা, সব জায়গায় ইংরেজির ব্যাবহার অন্যতম।যদি আপনি ইংরেজিতে দক্ষ হন তাহলে আপনি খুব সহজে যে কাওকে আপনার ইংরেজির মাধ্যমে ইমপ্রেস করতে পারবেন।তবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে ইংরেজি শিখার আগ্রহ থাকলেও শিখে না কারণ তারা ইংরেজিকে ভয় পাই।

তারা মনে করে এটি অনেক কঠিন একটি ভাষা।তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা, প্রেকটিস জীবনে অনেক কিছু নিয়ে আসে।আপনি চাইলে অনুশীলন এর মাধ্যমে সহজেই ইংরেজিতে দক্ষ হতে পারবেন।

আজকের আর্টিকেলে আমি আপনাদের এমন কয়েকটি টিপস দিবো, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ইংরেজিতে দক্ষ হয়ে সবার সাথেই ইংরেজিতে কথা বলতে পারবেন।

ইংরেজিতে দক্ষ হওয়ার সেরা কয়েকটি টিপস

১. গ্রামার ভালোভাবে শিখা: আমাদের পড়ালেখার ক্ষেত্রে গ্রামার আমরা অনেকে শিখি।তবে আমরা ততটা গুরুত্ব সহকারে গ্রামার শিখি না। ইংরেজিতে ভালোভাবে কথা বলার ক্ষেত্রে গ্রামার এর সঠিক ধারণা অবশ্যই আপনার থাকা দরকার তবে এতে তেমন কিছু আপনার করতে হবে না।

<

শুধু লেখাপড়া করা অবস্থায় আপনি গ্রামার নিয়মিত অনুশীলন করুন।তাহলে আপনি ইংরেজি গ্রামারের ব্যাবহার শিখে যাবেন।

২.বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলা: আপনি যতটুকু ইংরেজি পারেন, সেটি আপনি আপনার বন্ধুদের সাথে বলুন। আপনি যদি একদমই ইংরেজি না পারেন তাহলেও আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন আপনার বন্ধুদের সাথে।তাহলে দেখবেন খুব সহজে এটি আপনার কাছে আয়ত্ত হয়ে যাবে।

৩.মেসেঞ্জার গ্রুপ করে ইংরেজিতে কথা বলা: বর্তমানে ফেসবুক প্রায় সবাই ব্যাবহার করে।তার সাথে বেড়ে চলেছে মেসেঞ্জার ব্যাবহারকারীর সংখ্যাও।তাই অন্যান্য কাজে সময় নষ্ট না করে আপনি একটি মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে আপনার সকল ফেসবুক বন্ধুদের এড করে সেখানে ইংরেজিতে কথা বলুন।এতে কেও সেখানে যদি ইংরেজিতে দক্ষ হয়ে থাকে তাহলে আপনার ভুলগুলো দেখিয়ে দিতে পারবে।

আর আপনিও ভুল থেকে শিখে ইংরেজিতে ভালো করতে পারবেন।

৪. ইংরেজি মুভি দেখা: অনেক ধরনের ইংরেজি মুভি রয়েছে।যেগুলো ইংরেজিতে করা হয়ে থাকে।আপনি ইংরেজি মুভি দেখার প্রেকটিস করুন।তাহলে আপনি মুভি দেখার মাধ্যমে ইংরেজি অর্থের ভাব বুঝে যাবেন অনেক সহজে।

ইংরেজিতে দক্ষ হয়ে উঠার জন্য এটি অনেক ভালো একটি টিপস।যার মাধ্যমে আপনি বিনোদন এর পাশাপাশি ইংরেজিতে দক্ষ হতে পারবেন।

৫.বিভিন্ন ইংরেজি বই পড়া: বিভিন্ন ইংরেজি বই পড়তে পারেন।যেমন অনেক ধরনের ইংরেজি গল্পের বই থাকে, যেগুলো পরে আপনি ইংরেজীতে দক্ষ হয়ে উঠতে পারবেন।

আর এমনিতেও বই পড়ার অনেক উপকারীতা রয়েছে।আর আপনি ইংরেজি বই পড়ার মাধ্যমেও খুব সহজে ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন।

এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আস্তে পারে যে গল্প বই কিনতে তো টাকার প্রয়োজন।তাহলে আপনার কোনো চিন্তার দরকার নেই , বর্তমানে ইন্টারনেট আমাদের সবকিছুকে অনেক সহজ করে দিয়েছে, আপনি অসংখ্য বই চাইলে গুগল থেকে ফ্রি ডাউনলোড করে পড়তে পারবেন।

তাহলে আপনি যদি ইংরেজীতে দক্ষ হতে চান এই টিপস গুলো মেনে দেখুন, আপনি নিজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিকে ভয় না পেয়ে, ইংরেজির ভয়কে জয় করতে শিখুন।ধন্যবাদ

Related Posts

4 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন