বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা কি কি
পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা নিচে উল্লেখ করা হলাে —
i . পাসওয়ার্ড দেওয়া থাকলে যে কেউ ইচ্ছা করলেই আমাদের | ব্যক্তিগত তথ্য নিতে পারবে না বা ক্ষতি করতে পারবে না ।
ii . দুর্বল পাসওয়ার্ডের কারণে ক্ষতিকর ভাইরাস সহজেই ব্যক্তিগত পুৰ | তথ্যে আক্রমণ করে । ফলে পাসওয়ার্ড যদি মৌলিক বা | unique হয় তবে আমাদের কম্পিউটার বা ICT যন্ত্রপাতি । সুরক্ষিত থাকবে ।
ii . ইন্টারনেট ব্যবহারী অনেকেই ইয়াহু , জিমেইল ছাড়াও অন্যান্য ই – মেইল সেবা ব্যবহার করে থাকেন । পাসওয়ার্ড ব্যবহার করা না । হলে যে কেউ তার ই – মেইল অ্যাকাউন্টে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল । দেখতে বা পড়তে পারে । এমনকি হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে । unique ‘ পাসওয়ার্ড ব্যবহারে এমন ঝুঁকি এড়ানাে সম্ভব ।
iv . বর্তমানে বিভিন্ন সামাজিক ওয়েবসাইট যেমন — Facebook , Twitter , Skype ইত্যাদিতে ব্যক্তিগত বিভিন্ন ছবি , ভিডিওঁ পাসওয়ার্ড ব্যবহার করে নিরাপদে রাখা যায় ।
v. নিজের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস ডিভাইস যেমন স্মার্টফোন , মােবাইল , কম্পিউটার , ল্যাপটপ , ট্যাব , ট্যাবলেট ইত্যাদিতে অনেক ডকুমেন্ট থাকে যা নিরাপদ রাখার জন্য Password ব্যবহার করা হয় । ফলে অচেনা কেউ সহজেই Password ভেঙে ভেতরে প্রবেশ করতে পারে না । এতে গােপনীয়তা রক্ষা হয় ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা কি কি
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি ইচ্ছা করেন তাহলে এই পোস্টটা সহজেই বুঝতে পারবেন এই পোস্টের ভিতরে আমি কি দেখেছি
একটু মনো যোগ দিয়ে পড়েন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ