আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আপ্নারা সবাই ভালো আছেন । আপ্নারা ভালো এবং সুস্থ্য থাকবেন এটাই আমাদের প্রত্যশা । বন্ধুরা আমরা তো প্রায় প্রত্যকেই বিকাশের নাম শুনেছি বর্তমান বিকাশ একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং । যার মাধ্যমে গ্রাহকরা সহজে টাকা লেনদেন করতে পারে এবং টাকা তুলতে পারে খুব সহজেই । আর বর্তমান বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবকিছু করা যায় ।
যেমনঃ সেন্ড মানি, ক্যাশ আউট , মোবাইল রিচার্জ , বিল পে ছাড়াও নানা ধরনের কাজ করা যায় অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ।
বিকাশ না থাকলে অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হতো কারণ তাদের টাকা সহজভাবে তুলতে পারতো না ।
আজ আমি আপনাদের জানাব বিকাশ থেকে ক্যাশ আউট করলে আপনার প্রতি হাজারে কত টাকা খরচ হবে ।
তো আর কথা না বলে আজকের পোস্ট লেখা শুরু করা যাক ।
আর আপনার বিকাশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন ।
প্রথমে আমাদের জানতে হবে বিকাশ কি?
বিকাশ হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং যার মাধ্যমে গ্রাহকেরা সহজে তাদের টাকা লেনদেন করতে পারে ।
মূলত বিকাশ হচ্ছে ব্রাক ব্যাংক কোম্পানীর একটি সংস্থা ।
এখন কথা হচ্ছে বিকাশ থেকে আপনি যদি ক্যাশাউট করেন তাহলে আপনি প্রতি হাজারে কত টাকা খরচ হবে ?
আপনি দুই ভাবে বিকাশ এর মাধ্যমে টাকা তুলতে পারেন ।
- মোবাইলে ড্যায়াল করে ।
- বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে।
আপনি যদি বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে টাকা তোলেন তাহলে আপ্নার ১০০০ টাকা তুলতে মাত্র 17.50 টাকা খরচ হবে ।
আপনাদের সুবিধার জন্য বিকাশের অফিসিয়াল এপ্লিকেশন টির লিংক নিচে দিয়ে দিচ্ছিঃ
Bkash Application Download Now:https://play.google.com/store/apps/details?id=com.bKash.customerapp&hl=en
আপনি যদি মোবাইলে ডায়াল করে ক্যাশ আউট করেন তাহলে আপনার ১০০০ টাকায় ১৮.৫০ টাকা খরচ হবে ।
আপনি কিভাবে বিকাশ থেকে টাকা ক্যাশআউট করবেন ।
আপনি দুইটি মাধ্যমে বিকাশ থেকে টাকা ক্যাশাউট করতে পারবেন ।
- এ টি এম বুথের মাধ্যমে ।
- এজেন্টের মাধ্যমে ।
আপনি যদি এজেন্টের মাধ্যমে টাকা তুলতে চান তাহলে নিচের স্টেপ গুলো লক্ষ্য করুন ।
- প্রথমে আপনার মোবাইল টা ওপেন করুন।
- তারপর ড্যায়াল প্যাডে এসে *২৪৭# ড্যায়াল করুন ।
- এবার আপনার সামনে একটি ইন্টারফেজ আসবে ।
- আপনি এবার ক্যাশ আউট লেখা দেখতে পারবেন ।
- ক্যাশাউটের উপর ক্লিক করুন ।
- এবার এজেন্টের সঠিক নাম্বার টা দিন ।
- টাকার পরিমান টা লিখুন ।
- পাঁচ ডিজিটের পিন দিন ।
- অকে তে ক্লিক করুন ।
আপনি এভাবে এজেন্টের মাধ্যমে টাকা তুলতে পারবেন খুব সহজে । আর আপনি যদি বিকাশ এপ্লিকাশনের মাধ্যমে ক্যাশ আউট করেন । তাহলে আর ও সহজে আপনার টাকা তুলতে পারবেন ।
আজকের এই পোষ্ট টি এই পর্যন্ত ।আমি আশা করবো আপনার কাছে এই পোষ্ট টি অনেক ভালো লেগেছে ।
সবাই ভালো এবং সুস্থ্য থাকবেন, ধন্যবাদ সবাইকে