সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আমাদের দেশের ক্রিকেট এর বড় অংশ বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়ে কিছু কথা লিখবো। আমরা আমাদের দেশ নিয়ে বহিঃবির্শে গর্ব করে বলতে পারি বা সবাই আমাদের দেশকে জানে এই ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেট আমাদের গর্ব, অহংকার। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্য হয় ১৯৭৭ সালে। আন্তর্জাতিক ক্রিকেট এ বাংলাদেশ প্রবেশ করে আনুষ্ঠানিক ভাবে ১৯৭৯ সাল থেকে এবং ১৯৮৬ সালে প্রথম ওয়ানডে ম্যাচ বা এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে। এর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বহিঃবির্শে ধারাবাহিক ভাবে পরিচিতি লাভ করলো।
এখন বর্তমান ক্রিকেট বেশি জনপ্রিয়তা পাই শর্ট ভার্সন তথা টি ২০ খেলা দিয়ে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১২ সাল থেকে পথ চলা শুরু করে। ২০১২-২০২২ সাল পৰ্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ মোট ৮ বার অনুষ্ঠিত হয়।
আসুন আমরা জেনে নিই বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ এ বিজয়ী টিমের লিস্ট এবং সাল :-
২০১২ সাল :-
বিজয়ী টিম হলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রথম সিজনের বিজয়ী টিম। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী হয়।
স্কোর:
ঢাকা গ্ল্যাডিয়েটরস – ১৪৪/২
বরিশাল বার্নার্স – ১৪০/৭
২০১৩ সাল :-
বিজয়ী টিম হলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ঢাকা গ্ল্যাডিয়েটর্স দ্বিতীয় সিজনের ও বিজয়ী টিম। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৪৩ রানে জয়ী হয়।
স্কোর:
ঢাকা গ্ল্যাডিয়েটরস – ১৭২/৯
চিটাগং কিংস – ১২৯/১০
২০১৫ সাল :-
বিজয়ী টিম হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তৃতীয় সিজনের বিজয়ী টিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী হয়।
স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১৫৭/৭
বরিশাল বুলস – ১৫৬/৪
২০১৬ সাল :-
বিজয়ী টিম হলো ঢাকা ডায়নামাইটস। ঢাকা ডায়নামাইটস চথুর্ত সিজনের বিজয়ী টিম। ঢাকা ডায়নামাইটস ৫৬ রানে জয়ী হয়।
স্কোর:
ঢাকা ডায়নামাইটস – ১৫৯/৯
রাজশাহী কিংস – ১০৩/১০
২০১৭ সাল :-
বিজয়ী টিম হলো রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স পঞ্চম সিজনের বিজয়ী টিম। রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী হয়।
স্কোর:
রংপুর রাইডার্স – ২০১/১
ঢাকা ডায়নামাইটস – ১৪৯/৯
২০১৯ সাল :-
বিজয়ী টিম হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ষষ্ঠ সিজনের বিজয়ী টিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী হয়।
স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১৯৯/৩
ঢাকা ডায়নামাইটস – ১৮২/৯
২০২০ সাল :-
বিজয়ী টিম হলো রাজশাহী রয়্যালস। রাজশাহী রয়্যালস সপ্তম সিজনের বিজয়ী টিম। রাজশাহী রয়্যালস ২১ রানে জয়ী হয়।
স্কোর:
রাজশাহী রয়্যালস – ১৭০/৪
খুলনা টাইগার্স – ১৪৯/৮
২০২২ সাল :-
অষ্টম আসরের খেলা চলতেছে। এবারের আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারী ২০২২ ইং।
ক্রিকেট খেলা নিয়ে আরো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর পোস্ট টি বেশি করে শেয়ার করবেন।
Nice
❤️
N
Ok
♥️
সুন্দর
ভালো
Nice
❤️
❤️
Good post
Nice
nice
Good
বেশ ভালো লাগলো।
Nice
Hi
বিপিএল এর মান নিয়ে সবসময়ই প্রশ্ন থেকে যায়।
Nice
Nice
Khub valo😊
Good
Nice
good post
great
Nice
গুড
xzv
Thanks