বিপিএল ২০১৯

আগামী ৫ ই জানুয়ারী পর্দা উঠছে বিপিএল ষষ্ঠ আসরের।এবার ৭টি দল নিয়ে টুর্নামেন্টটি হবে।তিনটি ভ্যেনুতে মোট ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।উদ্ভোধনী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস।

এবারের আসর ৫ই জানুয়ারী থেকে ৮ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

দল:-

১.ঢাকা ডাইনামাইটস

২.কুমিল্লা ভিক্টোরিয়াস্ন

৩.রংপুর রাইডার্স

৪.চিটাগং ভাইকিংস

৫.রাজশাহী কিংস্

৬.খুলনা টাইটাস্ন

৭.সুরমা সিক্সারস্ সিলেট।

ভেন্যু:-

১.শের- ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম,ঢাকা (ধারণ ক্ষমতা: ২৬,০০০)

২.জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম,চট্টগ্রাম (ধারণ ক্ষমতা: ২০,০০০)

৩.সিলেট বিভাগীয় স্টেডিয়াম,সিলেট (ধারণ ক্ষমতা: ২২,০০০)

বিপিএল-২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি:
ঢাকা পর্ব, প্রথম ধাপ; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
তারিখ                          ম্যাচ
৫ জানুয়ারি   রংপুর রাইডার্স – চিটাগং ভাইকিংস।
৫ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – রাজশাহী কিংস।
৬ জানুয়ারি     কুমিল্লা ভিক্টোরিয়ান্স – সিলেট সিক্সার্স।
৬ জানুয়ারি    খুলনা টাইটান্স – রংপুর রাইডার্স।
৮ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – খুলনা টাইটান্স
৮ জানুয়ারি     কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রংপুর রাইডার্স।
৯ জানুয়ারি      সিলেট সিক্সার্স – চিটাগাং ভাইকিংস।
৯ জানুয়ারি      খুলনা টাইটান্স – রাজশাহী কিংস।
১১ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – রংপুর রাইডার্স।
১১ জানুয়ারি     কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রাজশাহী কিংস।
১২ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – খুলনা টাইটান্স।
১২ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – সিলেট সিক্সার্স।
১৩ জানুয়ারি     রংপুর রাইডার্স – রাজশাহী কিংস।
১৩ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সিলেট পর্ব, দ্বিতীয় ধাপ;  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১৫ জানুয়ারি     খুলনা টাইটান্স – রাজশাহী কিংস।
১৫ জানুয়ারি     সিলেট সিক্সার্স – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৬ জানুয়ারি     ঢাকা ডায়নামাইটস – রাজশাহী কিংস।
১৬ জানুয়ারি     সিলেট সিক্সার্স – রংপুর রাইডার্স।
১৮ জানুয়ারি     সিলেট সিক্সার্স – ঢাকা ডায়নামাইটস।
১৮ জানুয়ারি     খুলনা টাইটান্স – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৯ জানুয়ারি      সিলেট সিক্সার্স – রংপুর রাইডার্স।
১৯ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – খুলনা টাইটান্স।
ঢাকা পর্ব, তৃতীয় ; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২১ জানুয়ারি      কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রাজশাহী কিংস।
২১ জানুয়ারি      ঢাকা ডায়নামাইটস – চিটাগং ভাইকিংস।
২২ জানুয়ারি      খুলনা টাইটান্স – রংপুর রাইডার্স।
২২ জানুয়ারি      ঢাকা ডায়নামাইটস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৩ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – রাজশাহী কিংস।
২৩ জানুয়ারি       খুলনা টাইটান্স – সিলেট সিক্সার্স।
চট্টগ্রাম পর্ব, চতুর্থ ধাপ; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
২৫ জানুয়ারি     সিলেট সিক্সার্স – রাজশাহী কিংস।
২৫ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – রংপুর রাইডার্স।
২৬ জানুয়ারি     সিলেট সিক্সার্স – খুলনা টাইটান্স।
২৬ জানুয়ারি     চিটাগং ভাইকিংস – রাজশাহী কিংস।
২৮ জানুয়ারি     খুলনা টাইটান্স – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৮ জানুয়ারি      ঢাকা ডায়নামাইটস – রংপুর রাইডার্স।
২৯ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৯ জানুয়ারি      রংপুর রাইডার্স – রাজশাহী কিংস।
৩০ জানুয়ারি      চিটাগং ভাইকিংস – ঢাকা ডায়নামাইটস।
৩০ জানুয়ারি      সিলেট সিক্সার্স – রাজশাহী কিংস।
ঢাকা পর্ব, শেষ ধাপ ; শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
১ ফেব্রুয়ারি          ঢাকা ডায়নামাইটস – কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১ ফেব্রুয়ারি          চিটাগং ভাইকিংস – সিলেট সিক্সার্স।
২ ফেব্রুয়ারি          কুমিল্লা ভিক্টোরিয়ান্স – রংপুর রাইডার্স।
২ ফেব্রুয়ারি          ঢাকা ডায়নামাইটস – খুলনা টাইটান্স।
৪ ফেব্রুয়ারি           এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল)।
৪ ফেব্রুয়ারি           কোয়ালিফায়ার ১ (পয়েন্ট টেবিলের শীর্ষ দল বনাম দ্বিতীয়স্থানে থাকা দল)
৬ ফেব্রুয়ারি           কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী।)
৮ ফেব্রুয়ারি           ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)।
৯ ফেব্রুয়ারি           রিজার্ভ ডে (ফাইনাল)।

কে কোন দল সমর্থন করছেন অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে।

Related Posts