২.স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘চরমপত্র’ অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক – এম আর আকতার মুকুল ।
৩. বাংলাদেশের জাতীয় পতাকার সাথে যেসব দেশের পতাকার মিল রয়েছে – জাপান ও পালাউ ।
৪. বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার – চিত্রশিল্পী কামরুল হাসান ।
৫. শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম – Nymphaea Nouchali .
৬. বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা – ১৬৬ ।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চা চাষ হয় ? – মৌলভীবাজার ।
৭. বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে – ২০২১ সালে ।
৮. বাংলাদেশ সবচেয়ে বেশী রফতানি আয় অর্জন করে – ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত দেশ থেকে ।
৯. বাংলাদেশের সরকারী বানিজ্য মন্ত্রনালয় এর ওয়েব সাইট – www.mincom.gov.bd .
১০. ফ্রেডরিক দ্য গ্রেট যে রাজত্বের রাজা ছিলেন – প্রুশিয়ান ।
১১. Red Army কোন দেশের সন্ত্রাসী বাহিনী – জাপান ।
১২. সর্বপ্রথম ৩৬০° কোণের প্রচলন করেন – অ্যাসেরীয়রা ।
১৩. বার্লিন দেয়ালের নির্মাণ কাজ শুরু হয় – ১৯৬১ সালে ।
১৪. রুশ বিপ্লব সংঘটিত হয় – ১৯১৭ সালে ।
১৫. ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম – ফ্রন্টেক্স ।
১৬. “ইনকা” সভ্যতা গড়ে উঠেছিল – পেরুতে ।
১৭. Dirty Dozen কি ? – কয়েকটি বিপজ্জনক রাসায়নিক ।
১৮. গ্রীন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর অবস্থিত – দক্ষিণ কোরিয়ায় ।
১৯. Third Agriculture Revolution এর আরেক নাম কি ? – সবুজ বিপ্লব ।
২০. আসিয়ান গঠিত হয় – ১৯৬৭ সালে ।
২১. ইউরো মুদ্রার জনক কে ? – রবার্ট মুন্ডেল ।
২২. APEC এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ?- সিঙ্গাপুর এ ।
২৩. কোন দেশ সর্বপ্রথম রেডক্রস এর পরিবর্তে রেডক্রিসেন্ট শব্দ টি ব্যবহার করে ? – তুরস্ক ।
২৪. জামাল খাসোগি যে দেশের নাগরিক – সৌদি আরব ।
২৫. পেনিসিলিন আবিষ্কার করেন কে ? – আলেক্সান্ডার ফ্লেমিং ।
২৬. নক্ষত্রের গ্রহ সমুহ তার চার পাশে ঘুরে কেন ? – নক্ষত্রের আকর্ষণ এর জন্য ।
২৭. পানি ও খনিজ লবণ পাতায় বহন করে – জাইলেম কলা ।
২৮. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় – ইংল্যান্ড এ ।
২৯. বায়ু মন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে ? – Troposphere .
৩০. যার সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় – শব্দের প্রতিধ্বনি ।
৩১. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম – লালপুর, নাটোর ।
৩২. ওজন স্তর এর রং হলো – গাঢ় নীল ।
৩৩. পৃথিবীতে চাপ বলয় রয়েছে কতটি ? – ৭ টি ।
৩৪. “ইরাতোখিনিস” ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায় ? – মৌলিক সংখ্যা ।
৩৫. বাংলাদেশের দ্বিতীয় সার্চ ইঞ্জিন হলো – চরকি ।