আমাদের তো সবার জীবনেই বন্ধু আছে,কিন্তু সবথেকে ভালো বন্ধু যার সাথে সব কথা শেয়ার করি,বিপদ আপদে এগিয়ে যাই যার জন্য সবকিছুই করতে পারি তাকে সাধারণত আমরা বেস্টফ্রেন্ড বলে থাকি।তাই আজকে বেস্ট ফ্রেন্ড নিয়ে কিছু কথা লেখবো।তো চলুন শুরু করা যাকঃ
বাবা, মা,শিক্ষকের পর আমাদের জীবনের সবথেকে সম্মানীয় মানুষটা হলো আমাদের বেস্ট ফ্রেন্ড।যার জীবনে যত ভালো বন্ধু আছে তার জীবনে ততটাই সহজ হয়ে গেছে।আমাদের যেকোনো প্রয়োজনে আমাদের বেস্ট ফ্রেন্ডকে সবার আগে কাছে পাই।কাওর জীবনে অনেক প্রভাবশালী ফ্রেন্ড আছে যার ফলে সে তার ঝামেলাজনক সমস্যাগুলো থেকে মুক্তি পায় খুব সহজে।এবং বন্ধুর কারনেই আমরা সমাজে প্রভাব দেখিয়ে চলতে পারি।আবার কিছু বেস্ট ফ্রেন্ড একটু হারামিও হয়।যেমন:তারা কোনো জায়গায় যেতে নিয়ে যায় না,আমাদের বেক্তিগত সমস্যা নিয়ে অনেক রাগ উঠিয়ে থাকে,কিন্তু আবার আমরা যদি কোনো বিপদে পরি তারা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে চলে আশে আমাদের বাচানোর জন্য।ভালো বন্ধুদের কাছ থেকে প্রতিদিন পড়াশোনার বিভিন্ন টিপ্স পাওয়া যায়।কোনো পড়ায় অসুবিধা থাকলে তা জানা যায়।আর যারা একটু ক্ষমতাশালী বন্ধু তাদের কাছ থেকে অনেক সাহায্য পাওয়া যায়।যেমন কেও যদি আমাদের সাথে ঝগড়া লাগে তাহলে তারা আমাকে সাহায্য করে।অথাত সব বন্ধুর থেকেই জীবনে অনেক সাহায্যে পাওয়া যায়।তাই আমি বলেছি বন্ধু থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায়।আর বন্ধুতের মধ্য থাকে না কোনো সার্ত।আর সববন্ধুদের শেরা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড।তাদেরকে এমনি মিস করি না কোনো সময় যদি আবার তারা আমাদের সাথে না তাহলে সময় যেনো আর কাটে না। এই করোনা ভাইরাসে আমরা যারা এখন ঘর থেকে বের হতে পারি না তারা বুজি ফ্রেন্ডদেরকে কতটা মিস করছি এখন। আর বেস্টফ্রেন্ড কে কতটা মিস করছি এখন তা আর বলার অপেক্ষা রাখে না।তাই কোনো সময় বেস্ট ফ্রেন্ড কে কষ্ট দিবেন না।আর এখন তাদের সাথে কথা বলার একমাত্র উপায় হচ্ছে ভিডিও কল এর ফলে তাদের সাথে সব কিছুই শেয়ার করা যায়।তাই আমি বলবো বন্ধু ছাড়া জীবন ইম্পসিবল।
আর সবশেষে আপনাদেরকে একটা কথায় বলতে চাই,
ঘরে থাকবে, সুস্থ থাকবেন,আর সবাইকে সুস্থ রাখবেন।