আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভিপিএন ব্যবহার করাটা কতটা নিরাপদ। প্রথমে চলুন জানি ভিপিএন টা কি? ভিপিএন হল এমন এক রকমের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট সংযোগের আইপি এড্রেস লুকিয়ে যে কোন কাজ করতে পারবেন। এর ফলে কেউ জানতে পারবে না যে আপনি কোন আইপি এড্রেস দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন। ভিপিএন জিনিসটা প্রধানত আজকের বিশ্বে দুইভাবে ব্যবহার করা যেতে পারে। সৎ ও অসৎ উদ্দেশ্যে। আমরা অনেকে অনেক ভাবে ভিপিএন ব্যবহার করে থাকি। অনেকে আবার অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। যেমন অবৈধভাবে নিজের পেজে ভিউ বাড়ানোর জন্য নিজেরাই ভিউ দেই। আবার অনেকে অবৈধভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য এটি ব্যবহার করে থাকি। আমিও আগে ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য ভিপিএন ব্যবহার করতাম। কিন্তু এখন আর করিনা। কারণ যখন জানতে পারলাম যে এর বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক রয়েছে এবং এর ফলে আমার আই সি টি ডিভাইস টি ও ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রথমত আমরা যখন ভিপিএন দিয়ে আইপি এড্রেস হাইড করে ইন্টারনেট ব্যবহার করে এর ফলে যখন আমরা কোনো ক্রাইম করতে থাকি- তখন কোনো কারণে যদি ভিপিএন ডিসকানেক্ট হয়ে যায় তখন তারা সঠিক আইপি এড্রেস টি ধরে ফেলতে পারে। এর ফলে আমার আইপি অ্যাড্রেস ব্যান হয়ে যেতে পারে। দ্বিতীয়তঃ আপনি যে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করে থাকবেন সেই ইমেল আইডি ব্যান হয়ে যেতে পারে। আর সাইবার ক্রাইম করার মাত্রা যদি অতিরিক্ত হয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আইনত ব্যবস্থা নেয়া হতে পারে। বর্তমানে আমাদের দেশে বা বহির্বিশ্বে না না ভাবে ভিপিএন কে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অনেক অসৎ হ্যাকাররা কোন ওয়েবসাইট বা ইন্টারনেটের অন্য সংশ্লিষ্ট বিষয় বস্তু হ্যাক করার জন্য ভিপিএন ব্যবহার করে থাকে। অর্থ উপার্জনের জন্য অবৈধ ভাবে ভিপিএন এর মাধ্যমে ভিউ দেওয়া হয়। এর ফলে অ্যাড প্রদর্শনকারী কোম্পানি ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং আমাদের সকলের উচিত ভিপিএন এর সঠিক ব্যবহার করা। এবং আরেকটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। অনেকে হয়তো ভিপিএন দিয়ে ফ্রি নেট ইউজ করেন এবং ফ্রী নেট সেটিংস পাওয়ার জন্য ইন্টারনেটে ঘুরে বেড়ান। এর ফলে অনেক সময় নষ্ট হচ্ছে। আমাদের সকলের উচিত এই সময় টুকু ভালো কাজে ব্যয় করা। আর আপনি যদি ভিপিএন দিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে তা আজ থেকেই পরিহার করুন। কারণ এক সময় আপনি ভিপিএন সফটওয়্যার এ যে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করেছেন তা হয়তো ব্যান হয়ে যেতে পারে। কাজেই সাবধান! সকল ভিপিএন ব্যবহার করা যাবে বিষয়টি তেমন না। যদি আপনি ভালো উদ্দেশ্যে ভিপিএন ব্যবহার করতে চান তাহলে আপনি যে সকল ভিপিএন গুলো ব্যবহার করতে পারবেন তা হল ;স্কাই ভিপিএন, ড্রয়েড ভিপিএন ইত্যাদি। গুগল প্লে স্টোরে আপনারা ভি পি এন আর লিখে সার্চ দিলে প্রথম যে 5 টি -ভি পি এন আপনাদের সামনে শো করবে সেই পাঁচটি ভিপিএন আপনারা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া অন্য ভিপিএন ব্যবহার করা তেমন নিরাপদ নয় বলে আমি মনে করি! কারণ অনেকে আছে যারা ভিপিএন রূপে আপনার আই সি টি ডিভাইস এর মধ্যে ঢুকে আপনার ব্যক্তিগত তথ্য গুলো চুরি করে নিচ্ছে। কাজে এমন ধোকাবাজ দের কাছ থেকে দূরে থাকুন। অনেকে হয়তো বা আপনার বন্ধু বান্ধবদের দেখে থাকবেন যে তারা ভিপিএন ব্যবহার করে ফ্রি নেট ইউজ করছে। তাদের কাছে যদি আপনি সেই সেটিংস টি নিতে চান তাহলে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন! “যে সকল সেটিংসে আপনার আই সি টি ডিভাইসের জন্য ভালো হবে না “।কারণ সেই সব সেটিংস গুলো আপনার আই সি টি ডিভাইস এর তথ্য ভিপিএন প্রতিষ্ঠানকেও পাচার করতে পারে।
আর্টিকেল ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং GRATHOR.COM এর সাথে থাকবেন
ধন্যবাদ….