Cheap price backlink from grathor: info@grathor.com

“মাদকের হাত থেকে বাঁচুন এবং সবাইকে বাঁচান”

মাদক সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি।এটি একটি নেশা জাতীয় পদার্থ।যেটি খেলে আমাদের আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং অবশেষে মৃত্যু পর্যন্ত হয়।তাহলে কেনো আমরা জেনে শুনে এই গুলো পান করি।আসলে এটা আমাদের ব্যক্তিগত জীবনে চলার পথে সব সময় ঘুরপাক খায়।আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কাউকে না কাউকে দেখা যায় যে ধুমপান করছে কিন্তু কেন।কারন একজন খেলে সবাই তাকে দেখে দেখে অনুসরণ করে অথবা কেউ জোর করেই খাওয়াচ্ছে।নেশা জাতীয় জিনিসের মধ্যে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে ধুমপান।তাছাড়া অন্যান্য যে যে নেশা জাতীয় জিনিস আছে ঐ গুলোও দেখা যায় কিন্তু খুবই কম।আর এই সব নেশা জাতীয় জিনিসের কারণে অনেক পরিবারে এই দুর্ভোগ যা একটি পরিবারকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে।আর এই জিনিস গুলোর জন্যই আমাদের দেশে আজ এত চুরি ডাকাতি।আর এই দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই এই সব নেশা জাতীয় জিনিস বন্ধ করতে আর যারা এই সব করে তাদেরকে সতর্ক করে দিতে হবে যেন কেউ যেন আর নেশা না করে।নেশা একটি মানুষের সব কিছুই নষ্ট করে দেয় যা ফিরিয়ে আনা খুবই কঠিন।আর এই সব নেশার হাত থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম।তাই আসুন আমরা সবাই এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করব।যেখানে এই সব কাজ হবে সেখানে তাদেরকে সতর্ক করে দিব যাতে কেউ নেশা না করতে পারে আর তারপরও যদি কেউ নেশা করে তাহলে আমরা আইনের আশ্রয় নিব।আর একটি কথা মনে রাখবেন মাদককে না বলুন দেশের প্রতিটি ঘরে ঘরে শান্তি ফিরিয়ে আনুন।

Related Posts

6 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No