বাংলাদেশে সকল মোবাইল ফোন অপারেটরের সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ৪৫ পয়সা নির্ধারণ করে তা সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অর্থাৎ, ১৪ আগস্ট ২০১৮ প্রথম প্রহর থেকেই নতুন এই কলরেট কার্যকর হবে। নতুন এই ট্যারিফ পলিসিতে বিটিআরসি দেশের সব মোবাইলের জন্য সর্বোচ্চ কলরেট ২ টাকা নির্ধারণ করে দিয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এই নির্দেশনায় এক অপারেটর থেকে অন্য অপারেটরে আলাদা কোনো ট্যারিফ থাকছেনা। বরং সকল অপারেটরের মোবাইলেই সর্বনিম্ন ৪৫ পয়সা/মিনিট ও সর্বোচ্চ ২ টাকা/মিনিট রেট পাওয়া যাবে।