মোবাইল চুরি হয়েছে কোন চিন্তা নেই

নিজের জ্ঞান থেকে লিখেছি, ভুল হলে আপনার মতামত জানাবেন। 🙂 গালি দিয়েন নাহ ☺
(১) সিম লাগালেই, আপনার imei ফোন কম্পানি পেয়ে যাবে, Google করে এটা জেনেছি।
নিচের কয়েক লাইন যারা জানেন নাহ IMEI কি:-
IMEI হচ্ছে প্রতিটা ফোনের একটা একটা ইউনিক কোড, প্রতিটাই আলাদা, মোবাইল নাম্বারের মত।
*#06# dial করে IMEI জানা যাবে।
(২)imei ব্লক হয়ে গেলে কি হবে?? আপনার মোবাইলে বাংলাদেশের কোন সিম network পাবেনা। ফোন সচল ই থাকবে, wifi, camera & games সব চালাতে পারবেন।
.
(৩) আপনার ফোনের imei ব্লক করার আগে যাচাই করা লাগবে আপনার টা বৈধ কিনা।
সরকার কিভাবে জানবে আপনার ফোন বৈধ?
.
এজন্য দরকার imei ডাটাবেইজ, সকল বৈধ ফোনের imei সরকারের বানানো imei ডাটাবেইজে থাকবে,
.
অফিসিয়াল / আন অফিসিয়াল, কিংবা বিদেশ থেকে আনা কোন ব্যাপার নাহ এখানে, কারণ বিদেশ থেকে সেদেশের বৈধ নিয়মে ফোন কিনে অনেকেই দেশে সাথে করে নিয়ে আসে, এইগুলা তো চোরাই নাহ।
এইগুলার কি হবে তাহলে?
আর এজন্যই লাগবে IMEI ডাটাবেইজ, বৈধ/অবৈধ কোনটা জানার জন্য।
***যে যেখান থেকেই ফোন কিনেন নাহ কেন সবাইকে দেখা যাবে IMEI ডাটাবেইজ এর জন্য রেজিস্ট্রেশন করে আসতে হবে , অফিসিয়াল হোক, আর আন অফিসিয়াল বা চোরাই বা বিদেশ থেকে আনা***
.
এটা বায়োমেট্রিক sim তোলার মতই। সবাইকেই করা লাগছে, যারা ভোটার আইডি দিয়ে সিম কিনেছ, তাদেরও, আবার যারা অন্যদের ভোটার আইডি দিয়া ফেক সিম কিনেছে তাদেরও।
আমারা সিম রেজিস্টট্রেশন করেছি, আংগুল এর ছাপ দিয়েছি, এভাবে তারা সিমের ডাটাবেইজ বানিয়ে, বাকি সিম গুলা ব্লক করে দিয়েছে।
.
এক্ষেত্রে BTRC কে আগে imei ডাটাবেইজ বানাতে হবে। তারপর আপনার ফোনের imei ব্লক দেয়ার প্রশ্ন আসবে।
তাই যতদিন imei ডাটাবেইজ না বানাবে আপনি আন অফিসিয়াল ফোন কিনতে পারবেন, ব্যবহার কর‍তে পারবেন।
.
(৪) imei ব্লক করা সম্ভাবনা কতটা যৌক্তিক?
.
দেশের 60-70% মানুষই আন অফিসিয়াল মোবাইল চালায়,
এক্ষেত্রে যদি এত এত মোবাইল নেটওয়ার্ক না পায়, imei ব্লক হয়, তাহলে দেশের সিম কম্পানি গুলার কি পরিমান লস হবে ভেবে দেখেন।
কোটি কোটি মোবাইল ব্লক হয়ে যাবে। এখানে শুধু Android ফোন নাহ, 900-1000 টাকার চায়না বাটন ফোনও ব্লক হবে। আর আজাকাল ক্লাস ৫ এর বাচ্চাও মোবাইল চালায়। তাহলে বুঝেন।
১৭-১৮ কোটি জনগন হইলে, মোবাইল কত কোটি।
.
সিম কম্পানি গুলা কি আংগুল চুষবে তখন বলেন??
.
যদি ধরেই নেই, সরকার বায়োমেট্রিক সিম এর মত এটাও কার্যকর করে ফেলল, তখন?
.
হয়ত এমন হতে পারে,
কোটি কোটি আনফিসিয়াল/ চোরাই/ বিদেশ থেকে আনা ফোন যখন বন্ধ হওয়ার পথে যাবে সিম কম্পানির লস ও দেখা দিবে,
দেশি Sim কম্পানি গুলাও লস খাবে, এতে করে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে।
.
এই জায়গায় হয়ত সরকার সুবিধা দিবে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে IMEI রেজিস্ট্রেশন করার। এখানে সরকারের ও লাভ সিম কম্পানিরও লাভ। এভাবে সরকার তার রাজস্ব উঠিয়ে নিতে পারবে। ফোন বন্ধ করে দিলে, সিম কোম্পানীর আয় কমে গেলে সরকারের রাজস্বও কমে যাবে। সরকার লসে পড়বে। সরকার চাইবে না লসে পড়তে।
প্লিজ ভিজিট করুনঃ
http://grathor.com/eanring-program/?mref=Mehedi

Related Posts

13 Comments

মন্তব্য করুন