হেলো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি টিপস এন্ড টিক্রস।আমরা সবাই বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবোচ্চ ব্যবহার করছি আর এই সবোচ্চ ব্যবহার সম্ভব হয়েছে মোবাইল ফোন দ্বারা। আমাদরে অনেকেরই মোবাইল ফোনের চার্জ থাকে না তো আজকে আমি আপনাদের জানাবো কীভাবে মোবাইল ফোনের ব্যাটারীর চার্জ দীর্ঘ সময় ধরে রাখবেন।
১.সঠিক সময়ে চার্জ দেওয়া: আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা প্রায় সময় একটা ভুল করে থাকি যে মোবাইল ফোল দীর্ঘ সময় ব্যবহার করি বিভিন্ন গেমস খেলি,মুভি দেখি কিংবা প্রয়োজনীয় কাজ করি ফলে মোবাইলের চার্জ ৫% বা ১০% এলে দেই। আওনারা সবসময় চেষ্ঠা করবেন যাতে ২০% এর উপরে থাকতে চার্জ দিতে ও ১০০% হলে চার্জ থেকে খুলে ফেলতে।
২.অপ্রোজনীয় এ্যাপ বন্ধ রাখা:
আমরা সবাই মোবাইলে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এ্যাপ রেখে থাকি যা ব্যবহারের ফলে আমাদের ব্যাটারির প্রচুর চার্জ চলে যায়। আমরা যদি এই এ্যাপগুলো কে ব্যবহারের পর সেটিং থেকে ফ্রস স্টপ করে রাখি তাহলে আর এই এ্যাপগুলো রানিং থাকবেনা আর আপনার মোবাইলের চার্জও বেঁচে যাবে।
৩.পাওয়ার সেভিং মুড চালু রাখা:
আমরা অনেকে জানি না যে পাওয়ার সেভিং মোড কী।পাওয়ার সেভিং মোড হলো মোবাইলের একটি ফাংশন যা দ্বারা আপনার মোবাইলের ব্যাটারি দীর্ঘ সময় ধরে সার্ভিস দিতে সক্ষম হয়। পাওয়ার সেভিং অন করলে অটো সকল সকল এ্যাপ বন্ধ হয়ে যায় এর সাথে আপনার মোবাইলের ব্রাইটনেস কমে যায় যার ফলে মোবাইলের আলো কম হয়। আর আলো কম হলে আপনার চার্জও কম কাটে ফলে ব্যাটারি দীর্ঘ সময় সার্ভিস দিতে সক্ষম হয়।
৪.চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার না করা:
আমরা অনেকে আছি মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করি। কারণ আমরা মোবাইল ছাড়া যে একমুহূর্ত থাকতে পারি না। অবশ্যই এই অভ্যাস ত্যাগ করতে হবে আপনাদের যদি দীর্ঘ সময় ধরে মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করেন তাহলে ব্লাস্ট হওয়ার সম্ভবনা থাকে। এছাড়া দীর্ঘ সময় ধরে মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করলে ব্যাটারির ক্ষয় হয়।