কেন এবং কি কি কারনে নিজের দেশকে ভালোবাসা উচিত?

আমার সালাম নিবেন।

আসুন জেনে নেয়া যাক, কেন এবং কি কি কারনে আমরা দেশকে ভালবাসবো…..

প্রথমে বলা নেয়া ভালো, আমরা যে যেখানেই বাসবাস করিনা কেন, আমরা সবাই কোন না কোন জন্মগ্রহন করেছি। দেশের আলো, মাটি, বাতাসে বড় হচ্ছি। আমাদের মা, বাবা থেকে শুরু করে সকলেই এ মাটিতেই জন্মেছেন। আমাদের মতোই এ দেশে আলো বাতাসে বড় হয়েছেন। এই দেশ আমার আপনার সর্বোপরি আমাদের মা। এবার জেনে দেশকে ভালোবাসার কারনঃ

১। প্রথমত নিজের দেশকে ভালোবাসতে কোনো কারন লাগেনা। এমনি এমনি দেশের প্রতি মায়া, ভালোবাসা, প্রীতি, মমত্ববোধ চলে আসে।

২। দেশ আমাদের মাতৃতুল্য তাই দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। মাকে ভালোবাসতে সন্তানের যেমন কোনো কারন লাগেনা তেমনি নিজের দেশকে শর্তহীনভাবে ভালোবাসতে হবে।

৩। দেশের অভ্যন্তরিন যাবতীয় আল্লাহ প্রদত্ত সকল নেয়ামত আমরা ভোগ ও ভক্ষণ করছি আর তাই এর জন্য আমাদের দেশকে ভালোবাসা উচিত।

৪। দেশ ও তার প্রকৃতি আমাদেরকে নানানভাবে নতুন কিছু শেখাচ্ছে এটাও হতে পারে দেশকে ভালোবাসার আরেকটি অন্যতম কারন।

৫। দেশের প্রকৃতি থেকে প্রাপ্ত বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন গ্রহন করে আমরা বেচে আছি তাই আমাদের দেশকে ও প্রকৃতিকে ভালোবাসা উচিত।

৬। এই দেশেই জন্মেছিলেন আমাদের পূর্ব পুরুষগন, যাদের উছিলায় আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি তাদের শুকরিয়াস্বরুপ হলেও আমাদের দেশকে ভালোবাসা উচিত।

৭। দেশ যেহেতু জন্মের পর থেকে মায়ের মতো করে আমাদের আলো দিয়ে ছায়া দিয়ে মেঘ বৃষ্টিসহ বেঁচে থাকার সকল উপকরন দিয়ে বাচিয়ে রেখেছে সে জন্য হলেও আমাদের দেশকে ভালোবাসা উচিত।

৮।  দেশের মাটিতে অবাধ বিচরন আমাদের মনে প্রশান্তি যোগায় তাই আমাদের দেশকে ভালোবাসা উচিত।

৯। দেশের মানুষজন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যেমন সুখে দুখে আমাদের পাশে থাকে তেমনি দেশও অদৃশ্যভাবে সব সময় আমাদের পাশে থাকে।

১০। দেশকে ভালোবাসলে আমরাও বিনিময়ে দেশ থেকে পেতে পারি সুখী জীবনের সন্ধান।

আমি আমার দেশকে আমার মায়ের মতো ভালোবাসি এতে কোনো শর্ত যুক্ত নেই।

আপনিও ভালোবাসুন।

আসুন ভালোবাসি দেশকে, দেশের মানুষকে।

Related Posts

16 Comments

মন্তব্য করুন