আমাদের এই দেশে প্রায় প্রতিবছর লক্ষ লক্ষ স্টুডেন্ট বেকার থাকে।শিক্ষার্থীর হার দিন দিন বারলেও বারছে না চাকরি দেওয়ার প্রতিষ্ঠান।একটা জবের জন্য প্রায় ৩ লক্ষ জন এপ্লাই করলেও সেইখানে জবের জন্য লোক নেয় মাএ ১৫০০ জন।তাই আর কতদিন বেকার থাকবেন, নিজে চাকরির পিছনে না ঘুরে নিজেকে এমনভাবে তৈরি করুন যেনো আর দশ জনকে আপনি চাকরি দেন।তাই লাভজনক ব্যবসা শুরু করুন।আর চাকরি থেকে প্রায় অনেক বেশি লাভ হলো ব্যবসায়,যদিও এটাতে একটু চিন্তাও আছে কিন্তু আপনি যদি নিয়মমেনে ব্যবসা করেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।আমি নিচে ৪ টি ব্যবসার কথা বলছি যা থেকে আপনি অনেক লাভবান হয়ে পারবেন।
১.ফার্ম ব্যবসা।
আপনি তো জানেন বর্তমানে মানুষের মাংসের প্রতি চাহিদা অনেক আর কোনো বিয়ের মধ্যে রয়েছে অনেক চাহিদা।তাছাড়া আপনি প্রতিদিন পাবেন ডিম।এই ব্যবসায় আপনার খরচ কম হবে।এই ব্যবসাটা ছাদে, ছোট জায়গায় যেইখানে ইচ্ছে করতে পারেন।মাসে অনেক লাভবান হতে পারেন এই ব্যবসা করে।যতো বেশি মুরগি নিতে পারেন ততোই আপনার লাভ।
২.রেস্টুরেন্টে বা হোটেলের ব্যবসা।
আপনি হোটেল এর ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসা করে অনেক লাভবান হতে পারেন।এই ব্যবসার জন্য আপনাকে একটু বেশি টাকা ইনভেস্ট করতে হবে।তাছাড়া এই ব্যবসায় আপনার যতো বেশি পরিচিতি থাকবে ততো বেশি লাভ হবে।এই জন্য আপনি হোম ডেলিভারি ব্যবস্থা রাখতে পারেন।এবং উন্নতমানের খাবার দিতে পারেন।
৩.গার্মেন্টস এর ব্যবসা।
এখন মানুষের বিলাসিতার অভাব নেই,তাই তারা রকমারি পোষাক পরিধান করতে পারে।আপনি গার্মেন্টস এর ব্যবসা দিলে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের পোষাক আনার জন্য এবং আপনার দোকানটাকে একটু ভালো ভাবে ডেকোরেশন করার জন্য।
৪.খামার ব্যবসা দিতে পারেন।
আপনি যদি খামার ব্যবসা দেন তাহলে আপনার ইনকাম যেমন হবে তার পাশাপাশি খরচ হবে,কিন্তু ৬ মাসের মধ্যে আপনি অনেক লাভবান হতে পারবেন।আপনি প্রথমে ২ টি গাভী দিয়ে শুরু করতে পারেন ৩,৪ বছরের মধ্যে ৫০,৬০ টা গাভী হয়ে যাবে আর আপনি অনেক বেশি লাভবান করতে পারবেন।
আমি এইখানে শুধু ৪ টি ব্যবসার নাম বলেছি আপনারা যেই ব্যবসা করবেন সেই ব্যবসার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিয়ে নামবেন ব্যবসা করতে,নাহলে আপনার অনেক টাকা লসও হতে পারে।