সবাই কে শুভেচ্ছা বন্ধুরা,আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকেটের সেন্ড মানি চার্জ নিয়ে।
আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, রকেটের ক্যাশ আউট চার্জ কত,? কিভাবে লেনদেন করতে রকেটের চার্জ কিছুটা কমানো যায়? রকেটের চার্জ সম্পর্কে অনেকেই বিস্তারিত জানতে চান।
বর্তমান বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সংস্থা গ্রাহক সংখ্যার দিক থেকে বিকাশের পরে রকেটের অবস্থান। ডাচ বাংলা ব্যাংকের পরিচালিত সেবা সমূহের মধ্যে একটি হল রকেট।
রকেট তাদের গ্রাহকদের দুই ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।
১. রকেটের সাধারণ বেক্তিগত একাউন্ট
২. Rocket Salary Account
রকেটের সেন্ড মানি চার্জ/ক্যাশ আউট চার্জ নির্ভর করবে আপনি কিভাবে টাকা লেনদেন করবেন তার উপর।
বর্তমানে রকেট একাউন্ট থেকে তিন উপায়ে টাকা উত্তোলন করা যায়।
১. ডিবিবিএল এটিএম
২. ডিবিবিএল শাখা
৩. রকেট এজেন্ট
এই তিন উপায়ে আপনি টাকা তুলতে পারবেন।
রকেট ইউএসএসডি (*৩২২#) সেন্ড মানি চার্জ সবচেয়ে কম রেটে এখন মাত্র ১.১. টাকায়।
আপনি চাইলে রকেট অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিংক: http://bit.ly/DBBLRocket
আরো বিস্তারিত জানতে ১৬২১৬ এই নাম্বারে ডায়াল করুন।