হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশাকরি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
বর্তমান সময়ে করোনা ভাইরাসে মানুষের চলাফেরা খুবই কষ্টকর হয়েছে। এই পরিস্থিতে অনেকেই আছেন যারা ঘর থেকে বের হতে পারছেন না। কিন্তু যাদের কাছে এ্যান্ড্রয়েড ফোন আছে তারা হয়ত বাহিরে বের না হয়ে ঘরে বসে থেকেই কিছুটা হলেও অনলাইনে ব্যাস্ত সময় কাঁটাচ্ছেন।
বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট বেশ চড়া দামেই বিক্রি হয়। এমন কিছু কোম্পানির ইন্টারনেট আমরা প্রায় সকলেই ব্যবহার করতে পারিনা। কিন্তু আমি যে অফারটি নিয়ে এসেছি সেটি হয়ত আপনারা প্রায় সকলেই ব্যবহার করতে পারবেন, যদি আপনার কাছে একটি রবি সিম থাকে।
তো চলুন কথা না বাড়িয়ে সেই অফারগুলো সম্পর্কে বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা করি।
যদি আপনার ফোনে আপনি প্রথমবার মাই রবি এ্যাপসটি ইন্সটল করে থাকেন তাহলেও কিন্তু আপনি এক জিবি ফ্রী ইন্টারনেট পাবেন। তারজন্য আপনাকে নিচের লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে প্লেস্টোরে গিয়ে পেস্ট করবেন কিংবা সার্চ করবেন মাই রবি লিখে। তারপর এ্যাপসটি ইন্সটল করে নিবেন।
ইন্সটল করা হলে ওপেন করে রবি নাম্বার দিয়ে রেজিস্টার করে নিবেন। তারপর আপনার সামনে মাই রবি এ্যাপসের হোমপেজ ওপেন হবে। এখানে আপনি আপনার রবি নাম্বারে কত টাকা, কত এসএমএস, কত মিনিট আছে সেগুলো দেখতে পাবেন।
এরপর একটু নিচের দিকে লক্ষ্য করুন বান্ডেল, ইন্টারনেট অফার, মাই অফারসহ বেশকিছু লেখা দেখতে পাবেন। এখন আপনি এই তিনটি সিস্টেম থেকেই আপনার প্রছন্দের অফারটি বেঁছে নিতে পারবেন।
বান্ডেল অফারে গেলে আপনি পুরো মাসের প্যাকেজ পাবেন। যেমনঃ ৫০০ টাকায় ২৮ জিবি, ৬০০ মিনিট, ৩০ দিন ৫০ টাকা ক্যাশব্যাক। ৬০০ টাকায় ৭৫০ মিনিটি, ৩০ জিবি ৩০ দিনসহ ৬০ টাকা ক্যাশব্যাক ইত্যাদি। তবে বান্ডেল অফারগুলো নিতে হলে সরাসরি বিকাশ রিচার্জের মাধ্যমে নিতে হবে যা আপনাদেরকে আমি আমার পরবর্তীত পোস্টটের মাধ্যমে জানিয়ে দিবো ( অবশ্যই কমেন্ট করবেন )।
ইন্টারনেট অফারে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ইন্টানেট অফারগুলোই পাবেন।
মাই অফারে গেলে আপনার জন্য কি কি অফার রয়েছে সেগুলো দেকতে পাবেন। আমার নেয়া একটি অফার সম্পর্কে বলছি ৯৫ টাকায় ৪ জিবি, ১০০ মিনিট ৩০ দিন মেয়াদ। এখানকার অফারগুলো আপনি কোড ডায়াল করে কিনতে পারবেন।
তবে মনে রাখবেন সবার ক্ষেত্রে অফারগুলো একরকম নাও হতে পারে। ক্ষেত্র বিশেষে অফারের সামান্য কিছু পরিবর্তন হতে পারে। তবে খুববেশি পরিবর্তন হবে না।
।।।।।।। ধন্যবাদ ।।।।।।।